Aadhar Update নিয়ে বড় সিদ্ধান্ত মোদি সরকারের

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

17th March 2023 9:47 am | Last Update 17th March 2023 9:53 am

নিজস্ব প্রতিনিধি: এতদিন পর্যন্ত Online-এ Aadhar তথ্য Updation-এর কাজ সারতে পকেটের টাকা খসাতে হত দেশের নাগরিকদের। তবে এবার তা ফ্রি করে দিল মোদি সরকার(Modi Government)। তবে তা চিরকালের জন্য নয়, সাময়িক কয়েক দিনের জন্য। Aadhar Update এবার হবে বিনামূল্যে। তবে সেই Free Service মিলবে সাময়িক ভাবে কিছু দিনের জন্যই। তার পরে Aadhar তথ্য Updation-এর জন্য ফের ব্যবহারকারীদের পকেট থেকে খসবে টাকা। এমনটাই জানিয়েছে Unique Identification Authority of India বা UIDAI কর্তৃপক্ষ। আগামী ১৪ জুন পর্যন্ত আধার পোর্টালে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট বা অন্য কোনও পরিবর্তনের জন্য ১ টাকাও দিতে হবে না দেশের নাগরিকদের। ১৫ মার্চ থেকে ১৪জুন এই পরিষেবা মিলবে বিনামূল্যে। অর্থাৎ আপনার আধার কার্ডে যদি ভুল থেকে থাকে এখনও, তা হলে তা বিনামূল্যে সংশোধনের জন্য আপনার কাছে রয়েছে ১৫ মার্চ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত সময়।

আরও পড়ুন ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ছয় রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

কিছু দিন আগেই আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ২০১৬ সালের Aadhar Enrollment and Update Regulation নিয়ম অনুযায়ী, আধার কার্ড Enrollment’র পর থেকে পরবর্তী ১০ বছর যাদের একবারও আধার কার্ড আপডেট হয়নি, তাঁদের অবিলম্বে Aadhar Updation’র কাজ সারতেই হবে। তার জন্য কোনও একটি Identity Proof ও Adress Proff ডকুমেন্ট জমা করতে হবে UIDAI কর্তৃপক্ষের কাছে যাতে পরিচয় প্রমাণে কোনও অসুবিধা না হয়। আধার পোর্টালের মাধ্যমে এতদিন সেই কাজ সারতে খরচ হত 50 টাকা করে। আধার কেন্দ্রে গিয়ে ওই কাজ করার জন্য জমা করতে হত একই পরিমাণ টাকা। তবে জুন মাস পর্যন্ত Online Portal-এ গিয়ে সেই কাজ সারার ক্ষেত্রে ওই টাকা খরচ হবে না Aadhar Card Holder-দের। UIDAI সূত্রের খবর, পোর্টাল থেকে আধার আপডেটেশনের জন্য এবার নাগরিকদের জমা করতে হবে ২৫ টাকা করে। Demografic Deteils অর্থাৎ নাম, জন্মতারিখ, ঠিকানা এসব Updation-র ক্ষেত্রেও দিতে হবে ওই ফি।   

আরও পড়ুন Mediclaim’র টাকা পেতে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই

কেউ কেউ মনে করছেন, Aadhar Updation’র কাজে গতি আনতেই ফি ওঠানোর পরিকল্পনা কষেছে মোদি সরকার। যেসব নাগরিক এখনও Aadhar Updation’র বিষয়টিতে গুরুত্ব দেননি, সরকারের এই সিদ্ধান্তের পরে তাঁরা অচিরেই এই কাজ সেরে ফেলবে বলেই আশাবাদী UIDAI ও মোদি সরকার। আধার কার্ডের মাধ্যমেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সমস্ত প্রকল্পের অ্যাকসেস পান দেশের নাগরিকেরা। Aadhar Updation’র কাজ সময় মতো না হলে সেই সব সুবিধা পাওয়ার ক্ষেত্রেও অসুবিধার মুখে পড়বেন তাঁরা। এমনকী ব্যাঙ্ক, এনবিএফসি-র মতো পরিষেবার ক্ষেত্রেও আধার কার্ড অত্যন্ত জরুরি। আর আপডেটেশন না হলে সেই আধার কার্ডের দাম থাকবে না বলেও সতর্ক করেছে UIDAI।  

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

397
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like