এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Christmas 2022: বড়দিন হোক কী শীতছুটি, বিজয়ওয়াড়া আপনার অপেক্ষায়

কৌশিক দে সরকার: সামনেই বড়দিন(Christmas)। মানে এক সপ্তাহের লম্বা একটা ছুটি(Holiday)। ভাবছেন তো কোথায়(Destinations) ঘুরতে যাওয়া যেতে পারে এই ছুটিতে! কিংবা বড়দিনের ছুটি না হোক, শীতের(Winter) মরশুমেও তো ঘুরতে যাওয়া যেতেই পারে। সে যখনই যান না কেন, একবার ঘুরে আসতে পারেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) বিজয়ওয়াড়া(Vijaywada) শহর থেকে। কৃষ্ণা নদীর ধারে গড়ে ওঠা এই শহর আর তার আশেপাশে ঘুরে দেখার দ্রষ্টব্য স্থানের কিন্তু অভাব নেই। পাবেন ইতিহাস, পাবেন প্রকৃতি, পাবেন তীর্থস্থান, পাবেন পুতুলগ্রামও। অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম এই শহরই কিন্তু তেলেগু সংস্কৃতির ও শিক্ষাদীক্ষার প্রাণকেন্দ্র। রাজ্যের বৃহত্তম বাণিজ্যক শহর ও রাজনীতির প্রাণকেন্দ্রও। এহেন শহরে ঘুরে আসলে আপনার জ্ঞানভাণ্ডারও অনেকটাই পূর্ণ হবে।

চলুন সবার আগে জেনে নিন বিজয়ওয়াড়া গিয়ে কী কী দেখবেন। কৃষ্ণা নদীর ওপর গড়ে ওঠা সুবিশাল প্রকাশম ব্যারেজ এই শহরের সব থেকে বড় আকর্ষণ। ১কিমি’র বেশি লম্বা এই জলাধার থেকেই বেড়িয়েছে অজস্র সেচখাল যা বিজয়ওয়াড়া শহরের মধ্যে দিয়ে এঁকেবেঁকে নানা দিকে চলে গিয়েছে। এই ব্যারেজ থেকে সূর্যাস্ত দেখলে তা অনেকদিনই মনে থাকবে আপনার। ব্যারেজ দেখতে গিয়ে অবশ্যই দেখে নিন কৃষ্ণাবেণী মণ্ডপম যা আদতে নিউজিয়াম। শহরের অপর আকর্ষণ অবশ্যই জাগ্রত কনকদুর্গা মন্দির। শহরের বাইরে পাহাড়ের কোলে গড়ে ওঠা এই মন্দিরের চূড়া সোনায় মোড়া। মন্দিরে অধিষ্ঠিত দেবী দুর্গা। দেখে নিন উন্ডাভালি কেভস। পাহাড়ের গায়ে পশ্চিমমুখী এই গুহাগুলি বৌদ্ধ ধর্মসংস্কৃতির কেন্দ্র ছিল। চেষ্টা করুন দুপুরের দিকে বা বিকালের দিকে এই গুহা দেখতে যেতে। দেখে নিন শহরের বুকে গড়ে ওঠা রাজীব গান্ধী পার্ক এবং গান্ধি হিলস। দুটি জায়গা থেকেই রাতের বিজয়ওয়াড়া শহর দেখতে খুবই ভাল লাগে। এরপর হাতে সময় নিয়ে অবশ্যই দেখে নিন জৈন মন্দির হিঙ্কার তীর্থ, সেন্ট মেরি চার্চ, মোগালারাজাপুরম কেভস। অবশ্যই ঘুরে আসবেন ভাবানী আইল্যান্ড থেকে। সারাটাদিন সেখানে জলক্রীড়ায় মেতে উঠতে পারবেন অনায়েসে সবান্ধব বা সপরিবারে কিংবা মনের মানুষের সঙ্গে।

এবার একটু পা রাখুন বিজয়ওয়াড়া শহরের বাইরে। বিজয়ওয়াড়া শহর থেকে ৪২কিমি দূরে রয়েছে কোণ্ডাপল্লী যা বিখ্যাত পুতুলগ্রাম হিসাবে। প্রায় ৪০০ বছর ধরে এই গ্রামের শিল্পীরা চোখ ধাঁধানো কাঠের পুতুল তৈরি করে চলেছেন যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। সম্পূর্ণ প্রকৃতিক রঙ ও কাঠ দিয়ে তা তৈরি হয়। না গেলে অবশ্যই বড় মিস করবেন, আর গেলে পুতুল কিনতে ভুলবেন না। এই গ্রামেই রয়েছে সপ্তম শতাব্দীর কোণ্ডাপল্লী দুর্গ। অবশ্যই সঙ্গে গাইড নিয়ে ঢুকবেন। গ্রামের পাশেই রয়েছে কোণ্ডাপল্লী রিজার্ভ ফরেস্ট। সময় থাকলে সেই বনের ভিতরেও একটি ঘুরে আসুন। কার্যত ১টা পুরো দিনই সময় লাগবে আপনার কোণ্ডাপল্লীর জন্য। এরপর একদিন ঘুরে নিন বিজয়ওয়াড়া থেকে ৮০কিমি দূরে থাকা সূর্যলঙ্কা বিচ। গাড়িতে ১ ঘন্টার মতো সময় লাগে। ফেরার পথে পেডানা থেকে কিনতে ভুলবেন না কলমকারি শাড়ি।

ইচ্ছা থাকলে বিজয়ওয়াড়া শহর থেকে ৬০কিমি দূরে কুচিপুড়ি নৃত্যের জন্মভূমি কুচিপুড়ি গ্রাম থেকে ঘুরে আসতেই পারেন। একটা দিন সময় দিন অমরাবতী শহরের জন্য। এই শহরই অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হতে চলেছে। তবে এই শহরের সব থেকে বড় আকর্ষণ এখানকার ইতিহাস ও বৌদ্ধ সংস্কৃতি। অমরাবতী গিয়ে দেখতে ভুলবেন না ধ্যানবুদ্ধ মূর্তি, মহাচৈত্য, অমরাবতী মিউজিয়াম এবং অমরেশ্বর মন্দির। বিজয়ওয়াড়া শহর থেকে অমরাবতীর দূরত্ব মাত্র ৬০কিমি। বিজয়ওয়াড়া শহর ছাড়ার আগে হাতে সময় থাকলে দেখতে ভুলবেন না ভিক্টোরিয়া মিউজিয়াম। আর বিজয়ওয়াড়া শহরের লেপাক্ষী হ্যান্ডিক্রাফট এম্পোরিয়াম থেকে মঙ্গলগিরি শাড়ি কিনতে ভুলবেন না।

এবার প্রশ্ন যাবেন কীভাবে, থাকবেনই বা কোথায়! হাওড়া স্টেশন থেকে বিজয়ওয়াড়া যাওয়ার জন্য পাবেন ১২৭০৩ আপ ফলকনামা এক্সপ্রেস(প্রতিদিন), ১২২৪৫ আপ হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস(সপ্তাহে পাঁচদিন), ১৮০৪৫ আপ ইস্ট কোস্ট এক্সপ্রেস(প্রতিদিন), ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। যেতে পারেন বিমান যোগেও। থাকার জন্য সব থেকে ভাল ব্যবস্থা অন্ধ্রপ্রদেশ টুরিজ্যিমের ভবানী আইল্যান্ডের হরিথা রিসোর্ট কিংবা বেরম পার্কের হরিথা হোটেলে। এছাড়াও শহরে পাবেন অজস্র বেসরকারি হোটেল যা আপনার বাজেটের মধ্যেই।মানে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে ওই সব হোটেলের দৈনিক ভাড়া থাকে। আর হ্যাঁ খাওয়াদাওয়ার কথা তো না বললেই নয়। অবশ্যই বিজয়ওয়াড়াতে গিয়ে চেখে দেখতে ভুলবেন না পুলিহোরা, রাভা ধোসা, ফিল্টার কফি এবং সেখানকার ইডলি। বিজয়ওয়াড়ার স্ট্রিটফুড হিসাবে বেশ বিখ্যাত এগুলি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্নভঙ্গ কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার, বাতিল মনোনয়নপত্র

১০ বছর ধরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন মোদি, তোপ প্রিয়ঙ্কার

৩৭ কোটি উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমকে গ্রেফতার করল ইডি

সিএএ’তে নাগরিকত্ব শংসাপত্র পেলেন দিল্লির ১৪ বাসিন্দা

মনোনয়ন জমা দিলেন পবন সিংয়ের মা, আচমকা কী হল?

রাজস্থানে খনির লিফটের তার ছিঁড়ে দুর্ঘটনা, নিহত ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর