এই মুহূর্তে




প্রকাশ্যে নয়া সিসিটিভি ফুটেজ, ফরিদাবাদের মোবাইলের দোকানে বসে চিন্তিত উমর, কিন্ত কেন?

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের সোমবার লাল কেল্লার কাছে একটি আই২০ গাড়ি বিস্ফোরণে প্রায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণের পিছনে এসেছে সামনে এসেছে জঙ্গি যোগ। দিল্লির লাল কেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে উমর মহম্মদ হিসেবে যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তারই একটি ছবি সামনে এসেছে। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে উমরকে দেখা গিয়েছে একটি ফোনের দোকানে। সামনে এসেছে চিকিৎসকের পোশাকে একটি ছবি যেখানে  উমরের মুখ স্পষ্ট বোঝা গিয়েছে।

ফরিদাবাদের একটি মোবাইল দোকানের নতুন সিসিটিভি ফুটেজে  দিল্লির গাড়ি বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডক্টর উমরের গতিবিধি স্পষ্ট হয়ে উঠেছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে উমর একটি ছোট দোকানের কাউন্টারে বসে আছেন এবং গোপনে তার দুটি মোবাইল ফোনের একটি চার্জ দেওয়ার জন্য দোকানদারের হাতে তুলে দিচ্ছেন। তার হাতের তালুতে শক্ত করে ধরা আরেকটি মোবাইল ফোন । সন্দেহ করা হচ্ছে যে,  উমর  পালানোর সময় একাধিক ডিভাইস ব্যবহার করছিলেন। ফুটেযে দেখা গিয়েছে উমরের চোখে মুখে ছিল চিন্তার ছাপ।

 তদন্তকারী সংস্থাগুলির মতে, ১০ নভেম্বর দিল্লিতে প্রবেশের আগে উমর শেষ পর্যন্ত দুটি মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন বা লুকিয়ে রেখেছিলেন, কারণ লাল কেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের সময় তার কাছে কোনও  ডিভাইস পাওয়া যায়নি। কি কারণে উমর ওই ফোনের দোকানে গিয়েছিল সেটা নিয়েই উঠছে প্রশ্ন। ১৯৮৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্মগ্রহণকারী, উমর ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজের একজন  চিকিৎসক ছিলেন। এই হামলার পর সন্ত্রাসবাদেরসঙ্গে একাধিক চিকিৎসকের যোগ মিলেছে যার নাম দেওয়া হয়েছে হোয়াইট কলার টেরর মডিউল। এই ‘হোয়াইট কলার টেরর মডিউল’-এর সন্ধানে দেশজুড়েই চলছে তল্লাশি। জঙ্গিরা সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করছে চিকিৎসকদের। ‘হোয়াইট কলার টেরর মডিউল’ একটি ভয়ানক সন্ত্রাসবাদী চক্র। যেখানে শিক্ষিত, সম্মানীয় পেশার মানুষ, যেমন— ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক বা ছাত্রছাত্রীরা জড়িত থাকে। সম্মানীয় পেশার আড়ালে চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ যেমনটা উমর, শাহিনরা করছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে বিধায়কদের ২১৮ জন কোটিপতি, ১৭০ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী ইনি

১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অপরাধে বিজেপি নেতার আমৃত্যু কারাবাস

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

করুণ দশা প্রশান্ত কিশোরের, জন সুরাজের ২৩৮ প্রার্থীর মধ্যে ২৩৬ জনের জামানত জব্দ

৬০ লক্ষ টাকার বীমার লোভে ভাইয়ের ‘হামশকল’-কে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দাদার

কিডনি দিয়েছিলেন লালুকে, এবার ‘বাবার’ সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন কন্যা রোহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ