এই মুহূর্তে




গোয়া অগ্নিকাণ্ড: থাইল্যান্ডে আটক নৈশ ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরা

আন্তর্জাতিক ডেস্ক : গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় পলাতক ২ মালিককে থাইল্যান্ড থেকে আটক করল পুলিশ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই দেশ ছেড়ে থাইল্যান্ড পালিয়ে গিয়েছিল ২ ভাই সৌরভ ও গৌরব লুথরা। অবশেষে তাদের আটক করা হয়েছে।

গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল নাইটক্লাবের ২ মালিকের বিরুদ্ধে। এবার গৌরব ও সৌরভ লুথরার বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি করার আবেদন করা হয়েছিল। তাঁদের খোঁজে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিল গোয়া পুলিশ।

গত শনিবার রাতে উত্তর গোয়ার বাগা বিচ সংলগ্ন আরপোরা নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আয়োজন করা হয়েছিল বেলি ডান্সের। মধ্যরাত পেরিয়ে চলছিল সেই ‘এনজয়মেন্ট’। সাউন্ড বক্সে গমগম করছিল ‘শোলে’র সেই বিখ্যাত গান ‘মেহবুবা… মেহবুবা…’। হঠাৎই ছন্দপতন। ফায়ার গান থেকে ডান্স ফ্লোরের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষেই শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় পুরো নৈশক্লাব। পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের। এর মধ্যে চারজন পর্যটক, ১৪ জন ক্লাবেরই কর্মী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ক্লাবটি চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার সহ তিনজনকে। আটক স্থানীয় পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও লাইসেন্স না থাকা সত্ত্বেও এতদিন কেন নাইট ক্লাবটির বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

২৫ জনের মৃত্যুর ঘটনায় নৈশক্লাবের দুই কর্ণধার সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে গত রবিবার (৭ডিসেম্বর) লুক আউট নোটিশ জারি করেছিল গোয়া পুলিশ। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে ওই নোটিশ পৌঁছে দিতে গিয়েই বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়া পুলিশের আধিকারিকরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ‘রবিবার ভোরেই ইন্ডিগোর বিমানে ফুকেটের উদ্দেশে রওনা দিয়ে গিয়েছেন দুজনে।’ ভয়াবহ দুর্ঘটনার তিন ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চম্পট দেওয়া লুথরা ভাইদের অবৈধ নৈশক্লাবটি ভেঙে ফেলা হবে বলে এদিন সকালেই জানিয়েছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় বুলডোজার অ্যাকশন। যদিও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন স্বক্রিয়তাকে সস্তা দরের নাটক আখ্যা দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ