এই মুহূর্তে




প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা বাঁচাতে পারলে পাবেন ১৭ লক্ষ! দূর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস

নিজস্ব প্রতিনিধি: সব বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরণের সঞ্চয় প্রকল্প থাকে পোস্ট অফিসে। পোস্ট অফিসে বিনিয়োগ শুধু নিরাপদ বিনিয়োগ হিসেবেই জনপ্রিয় নয়, বরং সরকার এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে উচ্চ সুদের হারও প্রদান করে। যদি আপনিও বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম হতে পারে দারুণ বিকল্প। এরকমই একটি লাভজনক স্কিম হল রেকারিং ডিপোজিট স্কিম বা পোস্ট অফিস আরডি স্কিম, এখানে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা যদি সাশ্রয় করতে পারেন তাহলে বছরে ১৭ লক্ষ টাকা জমানো যাবে।

পোস্ট অফিসের আরডি স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ৬.৭০% । এই স্কিমে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমনকি ১০ বছরের কম বয়স হলেও রেকারিং ডিপোজিট করা যায় । পরিবারের সদস্যরা চাইলেই শিশুর নামে বিনিয়োগ শুরু করতে পারবেন, নাবালক বা নাবালিকার বয়স ১৮ বছর  পূর্ণ হওয়ার পর একটি নতুন KYC পূরণ করে জমা দিলেই আর কোনও সমস্যা থাকে না। এই অ্যাকাউন্টটি মোবাইল ব্যাঙ্কিং বা ই-ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও খোলা যেতে পারে।

সরকারি প্রকল্পগুলি সুদ, বিনিয়োগের উপর নিরাপত্তা সহ আরও অনেক সুবিধা প্রদান করে। আপনি যদি পোস্ট অফিসে আরডি স্কিমে কোনও অ্যাকাউন্ট খোলেন, তাহলে এর মেয়াদ হবে ৫ বছর পর্যন্ত। চাইলে এটি আরও ৫ বছরের জন্য বাড়িয়ে নিয়ে বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। আর তা হলে যথেষ্ট মুনাফা অর্জন হবে। আবার ধরুন আপনার রেকারিংয়ের মেয়াদ পূরণ হয়নি। চাইলে আপনি রেকারিং মেয়াদ পূরণের আগেও বন্ধ করতে পারেন। বিনিয়োগকারীরা তিন বছর পরে রেকারিং বন্ধও করে দিতে পারেন। যাঁর অ্যাকাউন্ট তাঁর যদি মৃত্যু হয় তাহলে যিনি নমিনি তিনি চাইলে রেকারিং বন্ধ করে দিতে পারেন। আবার ইচ্ছা করলে চালিয়েও যেতে পারেন।

এই সরকারি প্রকল্পে বিনিয়োগ এবং লাভের হিসাব বোঝা খুবই সহজ। প্রতিদিন ৩৩৩ টাকার সামান্য বিনিয়োগে লাখপতি হতে পারেন আপনি। যদি প্রতিদিন মাত্র ৩৩৩ করে সঞ্চয় করেন এবং এই স্কিমে বিনিয়োগ করেন, তাহলে আপনার মাসিক বিনিয়োগ দাঁড়ায় প্রতি মাসে প্রায় ১০,০০০ টাকা।এখন সুদের হার ৬.৭%। ৫ বছর ধরে নিয়মিত বিনিয়োগ করলে, আপনার মোট জমার পরিমাণ হবে ৬ লক্ষ টাকা।  সুদ পাবেন প্রায় ১ লক্ষ ১৩ হাজার টাকা।অন্যদিকে, যদি আপনি আরও ৫ বছর বাড়িয়ে দেন তাহলে আপনার মোট ১২ লক্ষ টাকা আমানতে সুদের পরিমাণ বেড়ে ৫ লক্ষ ৮ হাজার ৫৪৬ টাকা হবে। অর্থাৎ, প্রতিদিন এই পরিমাণ সঞ্চয় করার পর আপনি ১০ বছরে ১৭ লক্ষ ০৮ হাজার ৫৪৬ টাকা পাবেন।

আপনি আপনার সুবিধা অনুযায়ী বিনিয়োগের পরিমাণ কম বেশি করতে পারেন। যদি আপনি প্রতি মাসে ১০,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা বিনিয়োগ করেন ১০ বছর ধরে তাহলে আপনার জমা হবে ৮ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা। এর মধ্যে শুধুমাত্র সুদের হার হিসাবে আয় হবে ২ লক্ষ ৫৪ হাজার ২৭২ টাকা। আপনি আপনার বাড়ির কাছাকাছি যে কোনও পোস্ট অফিসে গিয়ে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন।

এই আরডি স্কিমটির আর একটি বিশেষত্ব হল, এতে বিনিয়োগকারীকে বিনিয়োগের উপর ঋণের সুবিধাও দেওয়া হয়। এর জন্য অ্যাকাউন্টটি এখন ১ বছর পর্যন্ত সক্রিয় রাখতে হয়। তারপর জমার পরিমাণের ৫০% পর্যন্ত ঋণ হিসেবে নেওয়া যায়। এর উপর ২% সুদের হার প্রযোজ্য।


				
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজশাহীতে ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া শিশু ৩২ ঘন্টা বাদে উদ্ধার

গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

‘পকেট থেকে হাত তুলুন’, কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচার পাঠ লোকসভার স্পিকারের

‘‌২০২৯ সালের আগেই কেন্দ্রের সরকার পড়ে যাবে’‌, নদিয়া থেকে বড় ভবিষ্যদ্বাণী মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ