এই মুহূর্তে

নতুন সংসদ ভবনের উদ্বোধনেই NDA মহড়া, থাকছে প্রশ্নও

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবন(New Parliament House)। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কিন্তু বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে পারেন না। এটা করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির(President of India)। বুধবার সম্মিলিতভাবে ১৯টি বিরোধী দল সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। কিন্তু দেখা যাচ্ছে বিজেপি(BJP) বিরোধী দলগুলি এই অনুষ্ঠান বয়কটের পথে হাঁটা দিলেও বেশ কিছু আঞ্চলিক দল সেই অনুষ্ঠানে হাজির থাকবে। কার্যত তাঁদের এই হাজিরাকেই ২৪’র লোকসভা নির্বাচনের আগে National Democratic Alliance বা NDA’র শক্তি হিসাবে এখন তুলে ধরতে চাইছে বিজেপি। যদিও সেখানেও থেকে যাচ্ছে বেশ কিছু প্রশ্ন যা বিজেপির অন্দরেই উঠছে।  

আরও পড়ুন ২৪’ই চালু কালিঘাটের Skywalk, বেঁধে দেওয়া হল Timeline

নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান যারা বয়কট করছে তাদের মধ্যে আছে কংগ্রেস(INC), তৃণমূল(TMC), আপ, শিবসেনা (উদ্ধব শিবির), আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-রা। কার্যত বিরোধীদের এই পদক্ষেপের জেরে বেশ অস্বস্তিতে পড়ে যায় বিজেপি ও মোদি সরকার। সেই অস্বস্তি কাটাতেই পাল্টা সেই সব আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করে দেওয়া হয় পদ্মশিবির থেকে যারা কেন্দ্র সরকার ঘনিষ্ঠ হিসাবেই অবস্থান করছে। দেখা যায় তার জেরে এখন মোদির পাশে থাকছে বেশ কিছু আঞ্চলিক দল। এদের মধ্যে থাকছে পঞ্জাবের অকালি দল, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস, ওড়িশার বিজেডি, তামিলনাড়ুর এআইএডিএমকে’র মতো মোট ১৫টি দল। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেই। যারা এই প্রশ্ন তুলছেন তাঁদের দাবি, ১৫টি দলের উপস্থিতি হয়তো একদিন মোদি সরকারের মান বাঁচিয়ে দেবে। কিন্তু এই দলগুলির সঙ্গে জোট গড়েও কী বিজেপি লাভবান হবে ২৪’র ভোটে? সম্ভবত না।

আরও পড়ুন প্রাণিসম্পদ, মৎস্য ও রেশম শিল্পেও বিমা আনছে মমতার সরকার

কেন লাভের অঙ্ক ঘরে তুলতে পারবে না বিজেপি? প্রশ্ন যারা তুলছেন তাঁরা যুক্তি দেখিয়েছেন রাজ্য ধরে ধরে। যেমন পঞ্জাবে অকালি দলের প্রাণ পুরুষ প্রকাশ সিং বাদল সদ্য সদ্য প্রয়াত হয়েছেন। দলটিও কার্যত রাজনৈতিক গুরুত্ব অনেকটাই হারিয়েছে আপের উত্থানে। এদের সঙ্গে জোট গড়ে বিজেপির কার্যত কোনও লাভই হবে না। আবার তামিলনাড়ুতে জয়ললিতা মারা যাওয়ার পর থেকেই এআইএডিএমকে দ্রুত সেখানে জমি হারাচ্ছে। সেই জায়গায় বিজেপির সঙ্গে এই দলের জোট কতখানি ফায়দা দেবে বিজেপিকে! কার্যত পঞ্জাবে আপ ও তামিলনাড়ুতে এখন ডিএমকে সুনামি চলছে। সেখান থেকে আসন বের করা বিজেপির পক্ষে কার্যত অসম্ভব। কেননা অকালি দল ও এআইএডিএমকে কার্যত এখন নিজেরা বাঁচতে চাইছে বিজেপিকে আঁকড়ে ধরে। এই অবস্থায় বিজেপির লাভ হবে কীভাবে। আবার অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর নাইডুর দল টিডিপি-ও সংসদের নয়া ভবনের অনুষ্ঠানে থাকতে পারে। তাঁরা NDA-তেও যোগ দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আবার সেখানকার ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেস সূরত্ব বাড়াবে বিজেপির থেকে। বিজেডি নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠাবে হাজির থাকলেও এবং কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চললেও ভোটের সময় তাঁরা একাই লড়বে ওড়িশায়। সেখানে তাঁরা না বিজেপির সঙ্গে কোনও জোট গড়বে না কোনও আসন ছাড়বে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন থাকছে, নয়া সংসদ ভবনের দিন বিজেপি যতই NDA’র শক্তি তুলে ধরুক না কেন, আদতে ভোটের ময়দানে পদ্মের লাভ কী হবে!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শঙ্খ ছেড়ে পদ্ম হাতে নবীনের সাংসদ  

ইনি তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী, সম্পত্তি কত জানেন?

২০ বছর পর ভোট রাজনীতিতে ফের এন্ট্রি ‘হিরো নং 1’ গোবিন্দার

৫০ বছর বয়সে বাবা হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান

১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে কেজরিওয়াল

“রাজনৈতিক ষড়যন্ত্র”, গ্রেফতারি নিয়ে ফের সরব কেজরিওয়াল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর