-273ºc,
Friday, 9th June, 2023 3:19 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইনপ্রণেতাদের জন্য সরকারি কোষাগার থেকে জলের মতো খরচ হচ্ছে টাকা। ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যসভার সাংসদদের বেতন, চিকিৎসার খরচ, ভ্রমণ ভাতা-সহ অন্যান্য মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। তার মধ্যে ২০২১-২০২২ অর্থবর্ষে খরচ হয়েছে ৯৭ কোটি টাকা। তথ্য অধিকার আইনেই এমন চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে।
২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থ বর্ষে রাজ্যসভার সাংসদদের বেতন ও অন্যান্য সুবিধা বাবদ কত টাকা খরচ হয়েছে তা জানতে চেয়ে রাজ্যসভার সচিবালয়ে তথ্যের অধিকার আইনে (আরটিআই) আর্জি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়। রাজ্যসভার সচিবালয় থেকে জানানো হয়েছে, ‘২০২১-২২ অর্থবর্ষে সাংসদদের বেতন বাবদ খরচ হয়েছে ৫৭ কোটি ৬০ লক্ষ টাকা। ভ্রমণভাতা বাবদ খরচ হয়েছে ২৯ কোটি ৭৮ লক্ষ টাকা। তার মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যায় হয়েছে এক কোটি ২৮ লক্ষ টাকা। কার্যালয় চালানোর জন্য খরচ হয়েছে সাড়ে সাত কোটি টাকা। তথ্য-প্রযুক্তিগত সহায়তার জন্য খরচ হয়েছে এক কোটি ২০ লক্ষ টাকা। আর চিকিৎসার বিল বাবদ খরচ হয়েছে ১৭ লক্ষ টাকা।’
রাজ্যসভার সচিবালয়ের তথ্য অনুযায়ী, ‘২০২২-২৩ অর্থ বর্ষে বেতন বাবদ খরচ হয়েছে ৫৮.৫ কোটি টাকা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ বাবদ খরচ হয়েছে ৩৩.৫ কোটি টাকা। চিকিৎসা বিল বাবদ দেওয়া হয়েছে ৬৫ লক্ষ টাকা। অফিস খরচ বাবদ খরচ হয়েছে সাত কোটি টাকা আর তথ্য-প্রযুক্তিগত সহায়তার জন্য খরচ হয়েছে দেড় কোটি টাকা।’