এই মুহূর্তে




পদপিষ্টের ঘটনায় উত্তপ্ত তামিলনাড়ু, সুপারস্টার বিজয়ের বাড়িতে বাড়ানো হল নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুমুখী তামিল সুপারস্টার থালাপাথি বিজয়ের সভা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাঘাম (TVK) দলের সভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছে। ভক্ত দের অতি উত্তেজনা, নিরাপত্তা ভেঙে সুপারস্টারকে দেখার উত্তেজনা, নিমেষেই সভাকে শ্মশানে পরিণত করে। আসলে নির্ধারিত সময়ের অনেক পরে নায়ক মঞ্চে উপস্থিত হন। তাঁর দুপুরে আসার কথা থাকলে তিনি সন্ধ্যায় এসে সভায় উপস্থিত হন। তাঁকে দেখতে ভিড় উপ্‌চে পড়ে ভক্তদের। প্রায় ৩০,০০০ জনের আয়োজন করা হলেও ৬০,০০০ জন উপস্থিত হয়। যার ফলে পুলিশের হাতের বাইরে চলে যায় পরিস্থিতি।

এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১০০ জনের বেশি আহত, হাসপাতালে চিকিৎসাধীন। অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহতদের মধ্যে রয়েছে ১০ জন শিশু। ১৬ জন মহিলা। জানা গিয়েছে, সভায় বিজয়ের জন্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছিল ভক্তদের। সেই কারণে এমন এলোপাথাড়ি ভিড় জমে। এই ঘটনার পরে চেন্নাইয়ে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের মধ্যে রাজ্যের সবচেয়ে খারাপ ট্র্যাজেডির একটি বলে বর্ণনা করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা করেছেন। পরিস্থিতি পর্যালোচনা করার জন্য তিনি চেন্নাইয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি জরুরি বৈঠকের সভাপতিত্বও করেছেন।

গতকাল সন্ধ্যা ৭.৩০ টার দিকে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটেছে। যখন হাজার হাজার মানুষ, তামিলাগা ভেত্র্রি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয়ের ভাষণ শোনার জন্যে অপেক্ষা করছিলেন। তিনি তার প্রচারণার গাড়ির উপর থেকে তাদের ভাষণ দিচ্ছিলেন, তখন ভক্তরা এগিয়ে আসেন। তাদের জল খাবার কিছু ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক মহিলা এবং শিশু অজ্ঞান হয়ে পড়ে যায়, যার ফলে বিশৃঙ্খলা এবং মারাত্মক চাপা পড়ে যায়। এরপরেই বিজয় তার বক্তৃতা মাঝপথে থামিয়ে দেন। কারুর জেলা পুলিশ দলের সাধারণ সম্পাদক এবং সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে বিবেচিত আনন্দ এবং টিভিকে-র যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমারের বিরুদ্ধে পৃথক এফআইআর দায়ের করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি শোক প্রকাশ করেছেন। কারুরে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্ট্যালিন বলেন, “আমাদের রাজ্যের ইতিহাসে কখনও কোনও রাজনৈতিক দলের দ্বারা আয়োজিত কোনও অনুষ্ঠানে এত বেশি সংখ্যক মানুষ প্রাণ হারাননি এবং ভবিষ্যতেও এমন দুর্ঘটনা ঘটবে না।” তিনি নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

SIR- এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ