-273ºc,
Friday, 2nd June, 2023 4:07 am
নিজস্ব প্রতিনিধি: খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) এখনও নিখোঁজ। তবে দু সপ্তাহ আগে তাঁর সঙ্গে পলাতক হওয়া এক সঙ্গী অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। শুক্রবার পঞ্জাবের লুধিয়ানার (Ludhiana) সোনেয়াল (Sonewal) থেকে অমৃতপালের সঙ্গী জোগা সিংকে (Joga Singh) গ্রেফতার করেছে তদন্তকারীরা।
খালিস্তানপন্থী সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’ এবং তার প্রধান অমৃতপাল সিং এর বিরুদ্ধে অভিযান শুরু করেছিল পঞ্জাব পুলিশ। সেই অভিযানের সময় পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ির চালক জোগা সিং এবং সহযোগী পাপলপ্রীতকে সঙ্গে নিয়ে পালিয়ে যান অমৃতপাল।
অভিযোগ, পুলিশকে বিভ্রান্ত করার জন্য অমৃতপাল সিং তাঁর গাড়ির চালক জোগা সিংকে তার নিজের মোবাইল ফোন চালু রাখতে বলেছিলেন। আর সেই ফাঁদে পা দেয় পুলিশ। পঞ্জাব পুলিশ অমৃতপাল সিংকে খোঁজার জন্য তাঁর গাড়ির চালকের ফোন ট্র্যাক করছিল। জোগা সিং এর ফোন ট্র্যাক করার পর অবশেষে তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু মূল পাণ্ডা অমৃতপাল এখনও অধরা। পুলিশ জানিয়েছে, যখন জোগা সিংকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সেই সময় তিনি একা ছিলেন। অমৃতপালের অবস্থান থেকে অনেক দূরে ছিলেন জোগা।