এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গুজরাত ভোটের আগে শাহের মুখে ফের অভিন্ন দেওয়ানি বিধি

নিজস্ব প্রতিনিধি : গুজরাতে নির্বাচনের মুখে ফের অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা বললেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বিজেপি দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে। নিজের রাজ্যের ভোটে মেরুকরণের লক্ষ্যে শাহ এই অভিন্ন দেওয়ানি বিধির কথা তুললেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

১৯৫০ সাল থেকে বিজেপি প্রতিটি নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি দিয়ে এসেছে বলে জানিয়ে স্বরষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের গণপরিষদ ৪৪ নং অনুচ্ছেদে বলেছিল যে যখনই রাজ্যের বিধায়ক এবং ভারতের সংসদের জন্য পরিস্থিতি অনুকূল হবে তখনই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। এতে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং রাজা জি সি রাজাগোপালাচারী-এর স্বাক্ষর রয়েছে।’ যে ব্যক্তিরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতেন, তারাই চেয়েছিলেন যে সবার জন্য যাতে আইন সমান হয় বলে মন্তব্য করেন তিনি। শাহ বলেন, ‘তুষ্টিকরণের রাজনীতির কারণে কংগ্রেস এটিকে (অভিন্ন দেওয়ানি বিধি) ১৯৬৮ সালের পর থেকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল’। প্রসঙ্গত, একাধিক বিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জাতীয় স্তরে তা এখনও হয়নি।

অমিত শাহ বলেন, ‘জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করব। আমরা শুধু নির্বাচনের কারণে এই প্রতিশ্রুতি দিইনি। আমরা রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং নরেন্দ্র মোদি সেই মন্দিরের ভূমিপূজন করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে আপনারা গৌরবময় সেই মন্দিরটিও দেখতে পাবেন। আমরা তিন তালাক বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা করেছি। আমরা ৩৭০ ধারা বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম এবং মোদিজি সেই আইন বাতিল করে দিয়েছিলেন। এই সমস্ত প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নেওয়ার সময় কোনও নির্বাচন ছিল না’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জেএনইউ কখনও দেশ বিরোধী নয়’, বিজেপি নেতাদের অভিযোগ খারিজ উপাচার্যের

প্রথম দফার ভোটে ৪২ কেন্দ্রে লাল সতর্কতা

প্রথম দফার ভোটে ভাগ্য নির্ণয় হবে ৮ কেন্দ্রীয় মন্ত্রী, ২ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

১২ কিলোমিটার পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে ভোটকেন্দ্রে কর্মীরা

লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা, ৪৫৫ সূচক কমল সেনসেক্স

তিহাড়ে চুটিয়ে আম-মিষ্টি খাচ্ছেন কেজরি, আদালতে দাবি ইডি’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর