এই মুহূর্তে




জীবনের মূল্য! পদদলিত হয়ে মৃতদের পরিবারকে ২০ লক্ষ করে দেবেন বিজয়

নিজস্ব প্রতিনিধিঃ জীবনের মূল্য! তামিলনাড়ুর কারুরে অভিনেতা থালাপাথি বিজয়ের সভায় পদদলিত হয়ে মারা গিয়েছেন প্রায় ৩৯ জন। এই ঘটনায় রীতিমতো হৃদয় কেঁপে উঠেছে অভিনেতা থেকে সদ্য রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপাথি বিজয়ের। এই ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) পদপিষ্টের ঘটনায় নিহত ৩৯ জনের প্রত্যেকের পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন থালাপথি বিজয়। টিভিকে প্রধান আরও জানিয়েছেন যে, তাঁর দল এই দুর্ঘটনায় আহত প্রায় ১০০ জনকে ২ লক্ষ টাকা করে দেবে।

আজ X-এ TVK অফিসিয়াল হ্যান্ডেলের মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, ৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিবিদ বলেছেন যে, “আমার হৃদয় যে যন্ত্রণা সহ্য করছে তা প্রকাশ করার জন্য আমার কাছে ভাষা নেই। আমার চোখ এবং মন দুঃখে ছেয়ে গেছে। আমি যাদের সঙ্গে দেখা করেছি তাদের সকলের মুখ আমার মনে ভেসে ওঠে। আমি যত বেশি আমার প্রিয়জনদের কথা ভাবি যারা স্নেহ এবং যত্ন দেখায়, আমার হৃদয় তত বেশি তার জায়গা থেকে সরে যায়। প্রিয়জনদের হারানোর শোক প্রকাশকারী আপনাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, একই সঙ্গে আমি আপনাদের হৃদয়ের খুব কাছে দাঁড়িয়ে এই অপরিসীম দুঃখ ভাগ করে নিচ্ছি। এটি আমাদের জন্য সত্যিই একটি অপূরণীয় ক্ষতি। যে কেউ সান্ত্বনার কথা বলুক না কেন, আমাদের প্রিয়জনদের হারানো অসহনীয়। তবুও, আপনার পরিবারের একজন সদস্য হিসেবে, আমি প্রতিটি পরিবারকে ২০ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন তাদের ২ লক্ষ টাকা প্রদান করার ইচ্ছা পোষণ করছি। এই পরিমাণ, অবশ্যই, এত ক্ষতির মুখে তাৎপর্যপূর্ণ নয়। তবুও, এই মুহূর্তে, আপনার পরিবারের একজন হিসেবে আমার কর্তব্য হল, আমার প্রিয়জনরা, ভারাক্রান্ত হৃদয়ে আপনার পাশে দাঁড়ানো। একইভাবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের সমস্ত প্রিয়জন যারা আহত এবং চিকিৎসাধীন, তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন। আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমাদের তামিলাগা ভেত্রি কাজাগাম চিকিৎসাধীন আমাদের প্রিয়জনদের প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে। ঈশ্বরের কৃপায়, আসুন আমরা এই সমস্ত পরিস্থিতি থেকে সেরে ওঠার জন্য চেষ্টা করি।”

এর আগে, তামিলনাড়ুর এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকার মৃতদের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

SIR- এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ