এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

স্বস্তি যোগী আদিত্যনাথের, হিংসা ছড়ানোর মামলায় ক্লিনচিট সুপ্রিম কোর্টের

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি মিলল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। ২০০৭ সালের গোরক্ষপুরে হিংসা ছড়ানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার সেই মামলা থেকে যোগীকে অব্যাহতি দিল দেশের শীর্ষ আদালত। কর্মজীবনের শেষ দিনে ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana) জানিয়েছেন, এই মামলা চালিয়ে নিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। প্রসঙ্গত, ২০১৮ সালেও একই রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।

গত বুধবারই এই মামলার শুনানি শেষ হয়ে গেলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল। এদিন বিচারপতি এন ভি রামানা জানিয়েছেন, ২০০৭ সালে হিংসা ছড়ানোর কারণে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া অর্থহীন। সেই কারণেই যোগীর বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে দেওয়া হল। ২০০৭ সালে গোরক্ষপুরের তৎকালীন বিধায়ক যোগীর বিরুদ্ধে একটি সভায় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়। তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেন যোগী। সেই সময়েই সরকারের তরফে দাবি করা হয়, এই ঘটনার তদন্ত করতে গেলে প্রভাব খাটানোর অভিযোগ উঠতে পারে। যেহেতু অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী, তাই নিরপেক্ষ তদন্ত নাও হতে পারে। এই মর্মেই ২০১৮ সালে এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয়, যোগীর মামলা চালিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই।

সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পারভেজ পারওয়াজ নামে এক ব্যক্তি। শীর্ষ আদালতে তিনি আবেদন জানিয়ে বলেন, “সরকার চাইলেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। কিন্তু হাইকোর্টের রায়ে সেই বিষয়ে কিছুই বলা হয়নি।” অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতগি জানিয়ে দেন , যোগীর যে বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সেই বক্তৃতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত করতে গিয়ে যে ভিডিওগুলি পাওয়া গিয়েছিল, সেগুলিও বিকৃত অবস্থায় ছিল। সব মিলিয়ে ২০০৭ সালের সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন যোগী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেড় কোটির বাইক, ৩ টি গাড়ি, আর কী-কী রয়েছে ভোজপুরী গায়ক-নায়ক পবন সিংহের?

কী কী শর্তে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল?

‘মোদি এবার দেশের প্রধানমন্ত্রী হবেন না’, উত্তরপ্রদেশের সভা থেকে দাবি রাহুলের

‘কেজরির জামিনে আমি খুশি’, টুইট উচ্ছ্বসিত মমতার 

ভোট আবহে মিলল স্বস্তি, ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

বিয়ে ভাঙতেই নাবালিকার শিরচ্ছেদ হবু বরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর