27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:05 am
নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শনিবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস (TMC)। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার সমস্ত আসনে প্রার্থী দেবে জোড়াফুল শিবির।
আগামী ১৬ ফেব্রুয়ারি (February) ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক দফায় হবে ভোটগ্রহণ। ২ মার্চ গণনা হবে। ইতিমধ্যে সে রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম-কংগ্রেস জোট। বামেদের পক্ষ থেকে ৪৩ আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, শনিবার দুপুরে আগরতলা থেকে ৬০ আসনেই তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে বলে খবর। উল্লেখ্য জোড়াফুল শিবিরের হয়ে ৬০ আসনে প্রার্থী হওয়ার জন্য ১২০ জন আবেদন করেছিলেন। সেই আবেদনকারীদেরকে পর্যালোচনা করে ৬০ জনকে বেছে নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
প্রার্থী ঘোষণার পর আগামী ২ ফেব্রুয়ারি দলের নির্বাচনী ইস্তেহারও প্রকাশ করা হবে। প্রসঙ্গত ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের কৌশল ঠিক করতে গত ২১ জানুয়ারি ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজ্য স্তরের নেতারা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কলকাতায়। কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব ও ত্রিপুরায় দলের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে সেই বৈঠকে বিশদে আলোচনা হয়।
অন্যদিকে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি (February) ত্রিপুরায় (Tripura) নির্বাচনী প্রচারে (Election Campaign) যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে রাজ্যে বিধানসভা নির্বাচনে জোড়াফুল শিবিরের জয় নিশ্চিত করার লক্ষ্যে দু দিনের প্রচারে যাওয়ার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর।