এই মুহূর্তে




দুই বছর বাদে পর্দা ফাঁস লেডি সিঙ্ঘমের, আসল পরিচয় জানার পর থ দুঁদে পুলিশ কর্তারা




নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যে মানুষ এখন কোনও কিছুকেই পরোয়া করছেন না। তা বলে ভুয়ো সাব-ইন্সপেক্টর সেজে ভাইরাল হবেন? হ্যাঁ, সম্প্রতি এমনই একটি খবর প্রকাশ্যে এসেছে। যেখানে একজন মহিলা ভুয়ো সাব ইন্সপেক্টর সেজে রাজস্থান পুলিশ আকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন, শুধু তাই নয়, IPS অফিসারদের সঙ্গে বানিয়েছেন রিল ভিডিও, এবং তা ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই দুই বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর জয়পুর পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত মহিলা মোনা বুগালিয়া ওরফে মূলী দেবী। যিনি দীর্ঘদিন ধরে ভুয়ো পুলিশ অফিসার সেজে নিজেকে ‘লেডি সিঙ্ঘম’ বলে দাবি করে গিয়েছেন। অবশেষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করল শাস্ত্রী নগর থানার পুলিশ।

জানা গিয়েছে, মোনা রাজস্থান পুলিশ আকাডেমিতে দীর্ঘদিন ভুয়ো সাব-ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। আইপিএস অফিসারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করেছিলেন। পুলিশ ইউনিফর্ম পরেই খুল্লামখুল্লা ঘুরে বেড়াতেন তিনি, এমনকী নিজেকে পুলিশের বড় অফিসার (এসআই) পরিচয় দিয়েছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যেই তিনি ভুয়ো পরিচয়ে রাজস্থান পুলিশের আইপিএস এবং RPS অফিসারদের সঙ্গে রিল বানিয়েছিলেন। এবং পুলিশ অফিসারের বেশ ধরেছিলেন। কোনও নির্বাচন ছাড়াই আরপিএর মতো একটি প্রতিষ্ঠানে পৌঁছে প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ প্রশাসন সিস্টেমের অনেক স্তর ভেদ করে ফেলেছিলেন তিনি। এই ঘটনায় জয়পুর পুলিশের মতে, মোনা মূলত নাগৌরের দিদোয়ানার বাসিন্দা। তিনি ২০২১ সালে এসআই নিয়োগ পরীক্ষা দিয়ে ছিলেন কিন্তু নির্বাচিত হননি। তা সত্ত্বেও, তিনি ‘মূলী দেবী’ নামে নিজেকে ভুয়ো সাব-ইন্সপেক্টর দাবি করে আরপিএতে প্রবেশ করেন। সেখানে, তাঁর পরিচিতির সুযোগ নিয়ে এবং কোনও পরিচয়পত্র ছাড়াই রাজস্থান পুলাশ আকাডেমিতে প্রবেশ করতে শুরু করেন। এরপর একদিন হোয়াটসঅ্যাপ কলে একজন মহিলা কনস্টেবলকে হুমকি দিয়েছিলেন।

এরপরেই মোনার নাটক উন্মোচিত হয়। অভিযোগটি পুলিশের কাছে পৌঁছালে পুলিশ মোনার রেকর্ড অনুসন্ধান করেন। এবং সেখানে দেখা যায় যে, ‘মূলী দেবী’ নামে কোনও এসআই আরপিএতে নির্বাচিত হননি। তদন্ত আরও জানা যায় যে, তাঁর আসল নাম মোনা বুগালিয়া এবং সে ‘মূলী দেবী’ নামে আকাডেমিতে প্রবেশ করতেন। বিষয়টি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পালিয়ে যান। এরপর গত দুই বছর তিনি সিকারে ছাত্রী হিসেবে ছদ্মবেশে ছিলেন। বৃহস্পতিবার পুলিশ সিকারের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে ধরে জয়পুরে নিয়ে আসে। এ বিষয়ে শাস্ত্রী নগর থানার ইনচার্জ মহেন্দ্র সিংহ জানিয়েছেন যে, , মোনাকে আদালতে হাজির করা হয়েছে, সেখান থেকে তাঁকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ এখন জানার চেষ্টা করছে যে এই প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা? এবং সে কি এই পরিচয়ের অপব্যবহার করে কারও কাছ থেকে প্রতারণা করেছে বা টাকা আদায় করেছেন কিনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাথার দাম ছিল প্রায় দেড় কোটি, সুকমায় আত্মসমর্পণ ২৩ জন মাওবাদীর

বিমান দুর্ঘটনায় বদ্ধপরিকর ছিলেন পাইলট, দাবি বিমান বিশেষজ্ঞের

বিরল শাস্তি! ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষককে পুরুষত্বহীন করার নির্দেশ আদালতের

‘শুখা’ বিহারে মদ খেয়ে মন্ত্রীর পাশে সরকারি আধিকারিক, গ্রেফতারের পর ওষুধ খাওয়ার যুক্তি

বৃষ্টিতে ডুবল রেললাইন, চালকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন

কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা হুমকি দিলেন মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ