এই মুহূর্তে




তামিলনাড়ুতে বিজয়ের সভায় পদপিষ্টকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৯, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিল সুপারস্টার থালাপাথি বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে ৩৬ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছিল। এবার আরও তিনজন যোগ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ জন। গুরুতর আহত হয়েছেন ৪০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গিয়েছে। শনিবার অভিনেতা থেকে রাজনীতিবিদ বিজয়ের দল টিভিকে র‍্যালিতে অতিরিক্ত ভিড়ের কারণে এই ঘটনা ঘটেছে। দক্ষিনের রূপালী পর্দার নায়ক-নায়িকাকে নিয়ে আলাদাই আবেগ রয়েছে ভক্তদের। প্রয়োজনে প্রিয় নায়ক-নায়িকার জন্য আত্মবলিদানেও পিছু হন না তাঁরা। কিন্তু অনেক ক্ষেত্রেই ভক্তদের অতি আবেগে বড়সড় দুর্ঘটনা ঘটে যায়।

শনিবার সন্ধ্যায় কারুর জেলায় তামিল সুপারস্টার বিজয়ের দল, তামিলাগা ভেত্রি কাজাঘামের (টিভিকে) একটি বিশাল প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় সবটা মুহূর্তেই শেষ হয়ে যায়। হঠাৎ করেই ভিড়ের কারণে কমপক্ষে ৩৯ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যমের মতে, মৃতদের মধ্যে ১৬ জন মহিলা, নয়জন পুরুষ এবং ছয়জন শিশু রয়েছে। পুলিশ সূত্রের খবর, বিজয়ের বক্তৃতা চলাকালীন জনতা ব্যারিকেডের দিকে ভেঙে মিছিলের দিকে ছুটে যায়। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। পুলিশ সূত্রের খবর, টিভিকে সমাবেশে প্রায় ৩০,০০০ লোকের সমাগম হওয়ার সম্ভাবনা ছিল। তবে সেখানে কমপক্ষে ৬০,০০০ লোক উপস্থিত ছিলেন।আগামী বছরই তামিলনাডুর বিধানসভা ভোট। আর ওই ভোটের আগেই নিজের রাজনৈতিক দল ‘তামিলিগা ভেট্টেরি কাজাঘাম’ গঠন করেছেন তামিলনাডুর সুপারস্টার থালাপাথি বিজয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কারুরে এক সভা ছিল তাঁর। প্রিয় নায়ককে দেখতে উপচে পড়েছিল ভিড়। নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘন্টা দেরিতে সভাস্থলে পৌঁছন তামিল সুপারস্টার। আর তাঁকে এক ঝলক দেখতেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সামনে যাওয়ার জন্য অনেকেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের চাপে অনেকেই পায়ের নিচে চাপা পড়েন। মঞ্চ থেকে ওই ভয়াবহ পদপিষ্টের ঘটনা দেখেই ভাষণ থামিয়ে দেন থালাপাথি বিজয়। পুলিশকে সাহায্যের জন্য অনুরোধ করেন। এক সময়ে তাঁকে বলতে শোনা যায় ‘পুলিশ প্লিজ হেল্প।’

পুলিশ ও বিজয়ের দলের স্বেচ্ছাসেবকরাই ভিড়ের ভিতর থেকে পদপিষ্টদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই কারুরে পৌঁছে গিয়েছেন তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্ম্যনিয়ম। দুর্ঘটনার খবর জানার পরেই কারুরের জেলা প্রশাসকের কাছ থেকে নিয়মিত খবর নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ, রাজনাথ সিংহ, অরবিন্দ কেজরিওয়াল এবং আরও অনেক নেতা করুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য পর্যালোচনা করার পরে আমরা দায়িত্ব নির্ধারণ করব। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা স্পষ্ট দেখা যাচ্ছে।”

নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পরিস্থিতি পর্যালোচনা করতে করুর সফর করবেন বলে আশা করা হচ্ছে। মাত্র কয়েক মাস আগে তেলেগু সুপারস্টার অল্লু অর্জুনের পুষ্পা 2 রিলিজের আগের দিন হায়দরাবাদে অনুষ্ঠিত বিশেষ প্রিমিয়ারে একই রকম দুর্ঘটনা ঘটেছিল। যে কারণে অভিনেতাকে গ্রেফতারও করা হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

SIR- এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ