এই মুহূর্তে

মামির বোনের প্রেমে হাবুডুবু, অমত থাকায় মামাকে খুন করল গুণধর ভাগ্নে

নিজস্ব প্রতিনিধি: মামির বোনের প্রেমে পড়েছিল এক যুবক। মামা জানতে পেরে গিয়েছিলেন সেই কথা। কিন্তু মত ছিল না তাঁর। তাই পথের কাঁটা কাকাকে সরিয়ে দিল ভাগ্নে। এই ঘটনা উত্তর প্রদেশের প্রয়াগরাজের। শনিবার পুলিশ জানিয়েছে এক যুবককে নিজের মামাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে পার্শ্ববর্তী জেলা কৌশাম্বিতে একটি গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া যায় মহেন্দ্র প্রজাপতিকে। পরদিন ভাগ্নে অভিযুক্ত আকাশ প্রজাপতিকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, ২৮ বছর বয়সী মহেন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগ্নের সঙ্গেই প্রয়াগরাজ ছেড়ে চলে যায়। কিন্তু সে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। প্রথমে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা হলেও, রাত বাড়ার পরে আর ফোনে পাওয়া যায়নি তাঁকে। উপরন্তু মোবাইল সুইচড অফ বলে। এরপর মহেন্দ্রর পরিবারের সদস্যরা পুলিশের কাছে যান। পুলিশ তদন্তে নেমে জানতে পারে আকাশের কাছে ফোন ছিল।

জিজ্ঞাসাবাদের সময় আকাশ পুলিশকে জানায় যে সে তার মামির বোনের প্রেমে পড়েছিল। মহেন্দ্র একথা জানান। কিন্তু তাঁর মত ছিল না। বরং বারবার তিনি আকাশকে হুমকি দিচ্ছিলেন। ভয় এবং ক্রোধের বশে আকাশ তখন খুড়তুতো ভাই রোহিত এবং বন্ধু বিজয়ের সঙ্গে এক পরিকল্পনা করে।

তারা তিনজনে মিলে মহেন্দ্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করায়। তারপর ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পুলিশ অভিযুক্তের কাছ থেকে রক্তমাখা পোশাক এবং মহেন্দ্রর মোবাইল ফোন উদ্ধার করেছে। তিন অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ