এই মুহূর্তে

উত্তরপ্রদেশে টাকার ‘বৃষ্টি’, জাতীয় সড়কে নোট কুড়োনোর হুড়োহুড়ি

নিজস্ব প্রতিনিধি, কৌশাম্বি: উত্তর প্রদেশের কৌশাম্বিতে হঠাৎই টাকার বৃষ্টি। রাস্তায় ৫০০ টাকার নোট উড়তে দেখা গিয়েছে এখানে। টাকা উড়ছে এ খবর তো হাওয়ার থেকেও আগে ভাসে। তাই জাতীয় সড়কে লোক জড়ো হতেও সময় লাগেনি বিশেষ। সবারই মনে হচ্ছিল যেন কোথাও থেকে টাকার বৃষ্টি হচ্ছে। রাস্তায় একের পর এক নোট ছড়িয়ে পড়তে দেখে, মানুষ জীবনের পরোয়া না করেই টাকা সংগ্রহে লেগে পড়েন।

পরে জানা হয় ডাকাতেরা এক ব্যবসায়ীর থেকে টাকা লুট করেছিল। সেই সময়ই কোনওভাবে টাকা ছড়িয়ে পড়ে রাস্তায়। পুলিশ ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরু করে। তদন্তের পর জানা যায় যে, জাতীয় সড়কের পার্শ্ববর্তী একটি ধাবায় এক ব্যবসায়ীর টাকা ডাকাতরা লুট করে। সম্ভবত কিছু খেতে ধাবায় নেমেছিলেন ব্যবসায়ী। তখনই লুটপাঠের ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম ভাবেশ। তিনি বারাণসী থেকে দিল্লির দিকে একটি বিলাসবহুল ভলভো বাসে ভ্রমণ করছিলেন। যখন ব্যবসায়ী ডাকাতির শিকার হন, তখন তাঁর কাছে প্রায় ১০ লক্ষ টাকা ছিল। বাসটি ধাবায় থামার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা ব্যবসায়ীর ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ধাবা থেকে পালানোর সময়, হাইওয়েতে ব্যাগ থেকে অনেক নোট পড়ে গিয়েছিল। সেগুলিই কুড়োচ্ছিলেন পথচারীরা। রাস্তায় অন্তত দেড় লক্ষ টাকা পড়ে গিয়েছিল।

ডাকাতির খবর পেয়ে কোখরাজ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্ত শুরু করে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা। তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে যে এটি ডাকাতির ঘটনা নাকি ব্যবসায়ীর অবহেলার কারণে টাকা জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ