এই মুহূর্তে

ছেলের মৃত্যু হলেই মিলবে ১ কোটি, অবৈধ সম্পর্ক টেকাতে পুত্রঘাতী মা

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকের সঙ্গে অবৈধ সম্পর্কে পথের কাঁটা ছিল ছিল। সেই সঙ্গে ছিল অসম্ভব অর্থের লোভ। তাই ছেলেকেই সরিয়ে দিল এক মা। উত্তর প্রদেশের কানপুরের দেহাতে এক হাড়হিম করে দেওয়া ঘটনা ঘটেছে। জীবনবীমার টাকার লোভ এবং নিজের অবৈধ সম্পর্ক বজায় রাখার জন্য ছেলেকে হত্যা করেছে এক মহিলা। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে যে অঙ্গদপুরের বাসিন্দা মমতা সিং প্রেমিক ময়াঙ্ক কাটিয়ার এবং তার ভাই ঋষির সাহায্য নিয়ে নিজের ২৫ বছর বয়সী ছেলে প্রদীপ সিংকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

স্বামীর মৃত্যুর পর ময়াঙ্কের সঙ্গে মমতার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ছেলে প্রদীপ এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তিনি মাকে বোঝাতেন, মায়ের সঙ্গে তার প্রেমিকের সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি জানাতেন। প্রায়ই মাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করতেন। কিন্তু প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন মমতা। সেই জন্যই ছেলে প্রদীপকে খুনের সিদ্ধান্ত নেয় সে। তাকে সঙ্গ দেয় প্রেমিক ময়াঙ্ক ও তার ভাই ঋষি। পরে পুলিশি বতদন্তে উঠে আসে যে মমতা প্রদীপের নামে চারটি জীবন বীমা পলিসি করেছিলেন। এর মোট মূল্য ছিল ১ কোটি টাকারও বেশি। পুলিশের ধারণা, বীমার টাকার লোভেই মমতা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।

প্রদীপের মৃত্যুর দিন মমতা এবং তার সহযোগীরা রাতের খাবার খাওয়ার অজুহাতে প্রদীপকে ময়াঙ্কের বাড়িতে ডেকে নিয়ে যায়। ফেরার পথে ময়াঙ্ক ও ঋষি তাকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে। হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপের। মৃত্যু যাতে দুর্ঘটনা বলে মনে হয় তার জন্য যুবকের দেহ ফেলে রাখা হয় এক জাতীয় সড়কের পাশে। দেহটি উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় প্রদীপের দেহে একাধিক ফ্র্যাকচার এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। এতে পুলিশ নিশ্চিত হয় যে যুবকের মৃত্যু আর যাই হোক, দুর্ঘটনা নয়। শুরু হয় তদন্ত।

এরপর প্রদীপের মোবাইল লোকেশন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে খুনের সময় মমতা এবং তার প্রেমিক একই জায়গায় ছিল। পুলিশি জেরার মুখে ময়াঙ্ক স্বীকার করে যে যুবকের মা মমতা হত্যার মূল পরিকল্পনাকারী। সে এবং তার ভাই সাহায্য করেছে। মমতা দুজনকেই প্রতিশ্রুতি দিয়েছিল বীমার টাকা পাওয়ার পর ভাগ দেবে বলে। এরপর পুলিশ ময়াঙ্ককে গ্রেফতার করে। অন্যদিকে ঋষি কাটিয়ার একটি এনকাউন্টারের সময় ধরা পড়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়। হত্যায় ব্যবহৃত হাতুড়ি, একটি দেশী পিস্তল এবং অপরাধে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়েছে। মমতা সিং এখনও পলাতক। তার খোঁজে জারি রয়েছে তল্লাশি। পুলিশ জানিয়েছে মমতাকে গ্রেফতার করার পরে, কীভাবে সে হত্যার পরিকল্পনা করেছিল সে সম্পর্কে আরও বিশদে তদন্ত করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের, কারা দায়িত্ব পেলেন?

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

‘আপনাকে দেখতে ভারতীয় লাগছে না’, শুনে কী জবাব আইপিএস আধিকারিকের?

মুরগি-ছাগলের প্রাণ কী জীবন নয়? পথকুকুর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ