এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘আমার শেষকৃত্যে অন্তত আসুন’, নিজের গড়ে ভোটপ্রচারে আবেগপ্রবণ খাড়গে

নিজস্ব প্রতিনিধি, কালবুর্গি: পশ্চিমবঙ্গের কিংবদন্তি কংগ্রেস নেতা আবু আতাউল গনি খান চৌধুরীর সঙ্গে একইবৃত্তে জুড়ে গেলেন কংগ্রেস সভাপতি এম মল্লিকার্জুন খাড়গে। জীবনে শেষ বারের মতো ভোট ভিক্ষা করতে গিয়ে মালদার ভোটারদের উদ্দেশে গনি বলেছিলেন, ‘যদি ভোট না দেন, তাহলে কবরে অন্তত এক মুঠো মাটি দিয়েন।’ বুধবার সেই কথারই কার্যত প্রতিধ্বনি শোনা গেল কংগ্রেস সভাপতির গলায়। নিজের গড় কালবুর্গিতে দাঁড়িয়ে দলীয় প্রচার সভায় বাকরুদ্ধ কণ্ঠে খাড়গে বলেন, ‘আপনারা আমাদের (পড়ুন কংগ্রেসকে) ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন। সেটা বড় কথা নয়। কিন্তু যদি আপনারা মনে করেন, আমি কালবুর্গির জন্য বিন্দুমাত্র করেছি, তাহলে অন্তত আমার শেষকৃত্যে আসবেন।’ প্রবীণ নেতার মুখে এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন সভায় হাজির জনতা। অনেকেরই  চোখ ছলছল করে ওঠে।

আসন্ন লোকসভা ভোটে কালবুর্গি আসনে কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন মল্লিকার্জুন খাড়গের জামাতা রাধাকৃষ্ণ দোদ্দামনি। নিজের জামাইয়ের হয়ে এদিন সভা করেন কংগ্রেস সভাপতি। ওই সভায় বাষ্পরুদ্ধ কণ্ঠে খাড়গে বলেন, ‘যদি এবারও আপনারা কংগ্রেসকে ভোট না দেন তাহলে ধরে নেব, কালবুর্গির বাসিন্দাদের মনে আমার কোনও স্থান নেই। আমি আপনাদের হৃদয় জয় করতে পারিনি। আমি জানিনা, আপনারা কংগ্রেসকে ভোট দেবেন নাকি দেবেন না। কিন্তু যদি আপনাদের মনে হয়, আমি কালবুর্গির জন্য সামান্যও কিছু করেছি, তাহলে অবশ্যই আমার শেষকৃত্যে হাজির হবেন। সেই অনুরোধটুকু রাখছি।’

উল্লেখ্য, ২০০৯ ও ২০১৪ সালে কংগ্রেসের হয়ে কালবুর্গি আসনে জয়ী হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটে তিনি হেরে গিয়েছিলেন। এবার দলের প্রধান সেনাপতি হওয়ার কারণে লোকসভা নির্বাচনে আর দাঁড়াননি। এদিনের সভায় কংগ্রেস সভাপতি জানান, তাঁর জীবসের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতেই থাকবেন এবং আরএসএস ও বিজেপির মতাদর্শের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লির পর আমেদাবাদের স্কুলে বোমাতঙ্ক, ভোটের আগেই ছড়াল উত্তেজনা

অমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসের সামনে ভাঙচুর, ছড়িয়েছে উত্তেজনা

ঝাড়খণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার কোটি কোটি টাকার পাহাড়

দিনমজুরের কাজ করে সংসার চালান ‘পদ্মশ্রী’ দর্শনম মোগুলাইয়া

রায়বরেলি-অমেথিতে কংগ্রেসের প্রচারের নেতৃত্বে প্রিয়াঙ্কা

অক্ষয় তৃতীয়ার আগে সস্তা সোনা, আশায় বুক বাঁধছেন ক্রেতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর