এই মুহূর্তে




‘কৃষকদের স্বার্থে কখনই সমঝোতা করব না’, ট্রাম্পের কর বোমার পর হুঙ্কার মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : হুঙ্কার বাস্তবে পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প।বুধবার (৬ অগস্ট) ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ বাড়তি কর চাপানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারতীয় পণ্যের উপরে মার্কিন সরকারের চাপানো শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার সকালে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কৃষক এবং জেলেদের স্বার্থে কখনোই তিনি আপোষ করবেন না। এই ঘটনার জন্য তাকে মূল্য চোকাতে হবে তিনি সেটা জানেন। তবু কৃষকদের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত।

দিল্লিতে এমএফ স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেছেন, কৃষকদের স্বার্থই তার কাছে সবার আগে। কৃষকদের অগ্রাধিকার দেবেন তিনি। তাদের জন্য সবকিছু করতে প্রস্তুত। ভারতের কৃষক পশুপালক এবং জেলেদের স্বার্থে তিনি কখনও আপোষ করবেন না। তারজন্য বড় মূল্যও তাঁকে চোকাতে হবে। সেই মূল্য চোকাতে তিনি প্রস্তুত।

রাশিয়ার সঙ্গে দিল্লির দোস্তিতে চটে লাল হয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (৫ অগস্ট) মার্কিন বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘সিএনবিসি’ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ২৪ ঘন্টার মধ্যে ভারতীয় পণ্যের উপরে বাড়তি শুল্ক চাপানোর হুঙ্কার ছেড়েছিলেন। রাখঢাক না রেখে বলেছেন, বারণ করা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। আর তার মূল্য চোকাতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই ভারতের উপরে আরও শুল্ক চাপানো হবে।’

এমনিতেই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপরেই বেশি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপরে যেখানে শুল্ক ২০ শতাংশ সেখানে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি কর ও তার উপর পেনাল্টি ধার্য করেছেন তিনি। আর ওই ঘোষণার পরেই দিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। যেভাবে পাকিস্তান-বাংলাদেশের মতো পড়শি দেশগুলির উপরে কম শুল্ক চাপিয়ে ভারতীয় সংস্থাগুলিকে হুমকির মুখে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তাতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

‘সিএনবিসি’ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট রাখঢাক না রেখেই বলেছেন, ‘বারণ করা সত্বেও রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। আর ওই তেল কিনে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মদত জোগাচ্ছে। শুধু তাই নয় রাশিয়া থেকে কম দামে তেল কিনে বেশি দামে বিক্রি করে মুনাফাও লুটে চলেছে ভারতীয় সংস্থাগুলি। তাই সময় এসেছে ভারতীয় পণ্যের উপরে আরও বাড়তি শুল্ক আরোপের।’ ভারত ভাল ব্যবসায়িক অংশীদার নয় বলে জানিয়ে ট্রাম্প বলেছেন ‘তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে ব্যবসা করি না। আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় আমি আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব, কারণ তারা রাশিয়ান তেল কিনছে।’

ওই হুঙ্কারের ২৪ ঘন্টার মধ্যেই ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ কর চাপানো সংক্রান্ত এক কার্যনির্বাহী আদেশে বুধবার স্বাক্ষর করেছেন ট্রাম্প। আগেই ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ কর ছিল। নতুন করে আরও ২৫ শতাংশ কর চাপানোয় এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কোনও পণ্য প্রবেশ করতে গেলে ৫০ শতাংশ কর দিতে হবে। ওই বিপুল পরিমাণ কর দিয়ে আদৌ মার্কিন আমদানিকারকরা ভারত থেকে কোনও পণ্য কিনবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান বাজার বিশেষজ্ঞরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

আলিগড়ের ব্যবসায়ী খুনের অভিযোগ, গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য পূজা শকুন পান্ডে

বিহারের ভাইরাল গার্লকে রাশিয়ান ভেবে ধোঁকা খাচ্ছে সকলে! জেনে নিন পরিচয়

বন্ধ করা হল অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট, সমাজবাদী পার্টির নিশানায় বিজেপি

জাল সমন ও ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ১০০ কোটির প্রতারণা, গুজরাতে গ্রেফতার ৪

ফিরছেন তবে কফিনবন্দী হয়ে, অনন্তনাগে জঙ্গিদমনে গিয়ে মৃত বাংলার ২ জওয়ান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ