এই মুহূর্তে




‘তুতো বা কাজিন ভাই-বোন বিয়ে করা অপরাধ নয়’, বেফাঁস মন্তব্য করে বিপাকে তামিল ইউটিউবার

নিজস্ব প্রতিনিধি: তুতো ভাই-বোন বিয়ে করা কোনও অপরাধ নয়, বা কোনও রক্তের সম্পর্ককে বিয়ে করাও কোনও অপরাধ নয় বলে দাবি করলেন জনপ্রিয় তামিল ইউটিউবার কীর্তিকা গোবিন্দস্বামী। তাঁর এই মন্তব্যের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে। তাঁর ইউটিউবে প্রায় ২.৬৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। সম্প্রতি তিনিই একটি ভিডিওতে তুতো ভাইকে বিয়ে করার সমর্থন জানিয়েছেন। তাঁর কথায়, উত্তর ভারতে এটি নিষিদ্ধ হলেও, দক্ষিণ ভারতে এটি একটি পুরানো, সম্মানিত প্রথা। ভিডিওর শুরুতেই ইউটিউবার বলেছেন, ‘যদি আমি বলি, রণবীর কাপুর তাঁর বোনের মেয়েকে বিয়ে করতে পারে। বা ঐশ্বর্য এবং অভিষেকের মেয়ে আরাধ্যা তাঁর পিসি অর্থাৎ শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্যকে বিয়ে করেছে, তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। উত্তর ভারতের নিয়ম দক্ষিণ ভারতেও মানা হবে, এটি কোনও দেশের প্রথা হতে পারেনা।তাই দক্ষিণ ভারতে, কাজিন ম্যারেজ প্রথা অপসারণ করা হলে পুরো পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে।’

এরপর তিনি একটি বিবাহ রীতির কথা উল্লেখ করে বলেছেন যে, যেখানে কোনও বরের বোন প্রথমবার তাঁর শ্বশুরবাড়িতে যান, এবং তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তুমি কি তোমার হবু মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেবে? তুমি যদি রাজি হও, তবেই তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। এটা একটি সংস্কৃতি। কীর্তিকা আরও বলেন যে, ভারতীয় বিবাহের প্রায় ১৪% আত্মীয়-স্বজনের মধ্যে হয়। দক্ষিণে, প্রায় এক-তৃতীয়াংশ বিবাহ হয় তুতো ভাই-বোনের মধ্যে। উত্তর রাজ্যগুলিতে গোষ্ঠী এবং গোত্রের নিয়মের কারণে তুতো ভাই-বোনের বিবাহ নিষিদ্ধ। তবে শহরগুলিতে এই প্রবণতা না থাকলেও গ্রামীণ এবং ঐতিহ্যবাহী এলাকাগুলি এখনও এই প্রথা অনুসরণ করে। তবে জিনগত ঝুঁকি প্রথম কাজিনদের ক্ষেত্রে থাকলেও দ্বিতীয় কাজিনদের মধ্যে নেই। কীর্তিকা আরও বলেন, দক্ষিণ ভারতের পারিবারিক কাঠামো এই ব্যবস্থাকে ঘিরেই গড়ে উঠেছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সামাজিক জীবনকে রূপ দিয়েছে। ইউটিউবারের ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিনাগরিকরা।

 

একজন বলেছেন, “একজন দক্ষিণ ভারতীয় (তামিল) হিসেবে, আমি দৃঢ়ভাবে একমত নই।”আরেকজন লিখেছেন, “কাজিন বিয়ে ভুল। তুমি কোনও অজুহাত দিয়ে এটাকে সমর্থন করতে পারো না।” আরেকজন বলেছেন, “সংস্কৃতির নামে, আপনি সবকিছু স্বাভাবিক করতে পারবেন না। আপনার কাজিনকে বিয়ে করা ভুল। আপনি এই বিষয়ে আপনার গবেষণা করেছেন। আমরা, শ্রোতা হিসাবে, শুনব এবং আমাদের মতামত ভাগ করব। এমনকি আমিও দক্ষিণ ভারতীয়, বরং একজন ভারতীয়। তাই সংস্কৃতির নামে সবকিছু অনুসরণ করতে হবে না।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

কোলে ছোট্ট গণু, হাতে ট্রলি, মেট্রো স্টেশনে কী করছেন ‘খুদে’ জীবন্ত দুর্গা?

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

SIR- এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ