এই মুহূর্তে




জুবিন গর্গের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, অসম CID-এর দ্বারস্থ পরিবার, পূর্ণাঙ্গ তদন্তের দাবি স্ত্রী গরিমার

নিজস্ব প্রতিনিধি: অসমীয়া গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ঘটনায় এবার অসম সিআইডি-তে দ্বারস্থ হলেন গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া। গায়কের ডুবে যাওয়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি করলেন জুবিনের পরিবার। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন প্রখ্যাত গায়ক জুবিন গর্গ। জানা যায়, স্কুবা ডাইভিং-এর সময় তীব্র শ্বাসকষ্টের অনুভব করছিলেন তিনি। এরপরেই তাঁকে সিঙ্গাপুর পুলিশ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় এবং প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মারা গিয়েছেন গায়ক। তাঁর মৃত্যুতে কেঁদেছে গোটা দেশ। গায়কের শেষকৃত্যে গোটা অসম রাস্তায় নেমেছিল, সকলের প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। যাই হোক, জুবিনের ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট নন অনুরাগীরা। গায়কের মৃত্যুর নেপথ্যে কারণ খুঁজতে অসম সরকারকে অনুরোধ করেছে অনুরাগীরা।

যদিও ইতিমধ্যেই অসম সরকার জুবিনের আকস্মিক মৃত্যুর তদন্তের জন্যে পুলিশের বিশেষ দল গঠন করেছে। ইতিমধ্যেই গায়কের ম্যানেজারকে আটক করা হয়েছে। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেই অনুষ্ঠানের আয়োজককেও অসম রাজ্য থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি একজন গায়ককে গ্রেফতার করা হয়েছে। এবার অসমের সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের পরিবার অসমের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে অভিযোগ দায়ের করল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন গায়কের বিধবা স্ত্রী।
অভিযোগে স্বাক্ষরকারী গর্গের কাকা মনোজ কুমার বোরঠাকুর একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তারা শনিবার ইমেলের মাধ্যমে সিআইডিতে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন পাঠিয়েছেন। গর্গের স্ত্রী গরিমা এবং তার বোন পাম বোরঠাকুরও এই আবেদনে স্বাক্ষর করেছেন। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, “আমরা জুবিন গর্গের পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি এবং এটি তদন্ত করছি। সিআইডির বিশেষ তদন্তকারী দল (SIT) ইতিমধ্যেই গায়ক-সুরকারের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করছে এবং পরিবারের দায়ের করা অভিযোগও তারা বিবেচনা করবে।”

রবিবার (২৮ সেপ্টেম্বর) গুয়াহাটির কাহিলিপাড়া এলাকায় জুবিন গর্গের বাসভবনে একটি এসআইটি দল পরিদর্শন করেছে বলে জানা গিয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর, অসম পুলিশের সিআইডি সিঙ্গাপুরে গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে উপস্থিত বা অবগত ব্যক্তিদের ১০ দিনের মধ্যে তাদের কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার জন্যে নোটিশ জারি করেছে। গর্গের মৃত্যুর তদন্তের জন্য সিআইডি কর্তৃক গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) উত্তর-পূর্ব ভারত উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তের বাসভবনেও তল্লাশি চালিয়েছে। মহন্তের বাসভবন ছাড়াও, বৃহস্পতিবার গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীর বাড়িতে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। কেননা ১৯ সেপ্টেম্বর সমুদ্রে ডুবে গায়কের মৃত্যুর সময় শর্মা এবং গোস্বামী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। ১০ সদস্যের এই SIT-র নেতৃত্বে রয়েছেন স্পেশাল ডিজিপি এম পি গুপ্ত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে, SIT তদন্ত ‘অসন্তোষজনক’ প্রমাণিত হলে রাজ্য সরকার CBI তদন্তের সুপারিশ করবে। গত মঙ্গলবার ৫২ বছর বয়সী এই গায়ককে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে গুয়াহাটির উপকণ্ঠে বিদায় জানানো হয়েছে। তাঁর মৃত্যুর পিছনে কোনও অনিয়মের সম্ভাবনা নাকচ করে দ্বিতীয় ময়নাতদন্তের পর কামারকুচিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।জনসাধারণের দাবি, অন্যায়ের অভিযোগ এবং তাঁর অকাল মৃত্যু তদন্তে স্বচ্ছতার প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গায়কের মৃত্যুর তদন্ত শুরু করা হয়। প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে স্কুবা ডাইভিং দুর্ঘটনার সময় গর্গের মৃত্যু হয়েছিল। তবে, তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ স্পষ্ট করেছেন যে, লাজারাস দ্বীপে সাঁতার কাটতে গিয়ে তাঁর মৃগীরোগ হয়েছিল, তখনই তাঁর মৃত্যু হয়। তিনি স্কুবা ডাইভিং-এ গায়কের জড়িত থাকার পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

SIR- এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ