এই মুহূর্তে




‘মানুষরূপী’ অসুর দমনে দেবী দুর্গা! পাঁচবাড়ির এই মণ্ডপে বিশেষ আকর্ষণ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : আজ হল মহাষষ্ঠী। উমাকে বরন করে নিতে প্রস্তুতি চলছে তুঙ্গে। কোথাও বা আলোকসজ্জা শেষের পর্বে, কোথাও বা অস্ত্রদান বাকি আছে। কেননা বাঙালির প্রাণের পুজো এই দুর্গা পুজো। প্রত্যেক বছর বাংলাদেশের চট্টগ্রামে সেজে ওঠে পাথরঘাটা বংশাল রোডের ঐতিহ্যবাহী পাঁচবাড়ির মণ্ডপ। থিমের দিক থেকে অন্যতম জায়গা দখল করে নিয়েছে এই পুজো মন্ডপ। তবে এবার বিশেষ আকর্ষণ হল ‘মানুষরূপী অসুর’। দেবী দুর্গার পদতলে মহিষাসুর। পেছনে রয়েছে মানুষরূপী ১৫টি অসুরের জলজ্যান্ত মূর্তি। অসুরের দিকে তাকালে মনে হবে সত্যিকারের মানুষই বটে।

১৯৫০ সালে শুরু হয়েছিল পাঁচবাড়ির এই মণ্ডপ। এই পুজোর বয়স এখন ৭৪ বছর হতে চলল। প্রত্যেক বছরই আকর্ষণীয় থিমের মাধ্যমে সবার নজর কাড়ে এই মন্ডপ। এবারও তার ব্যতিক্রম হল না। দেবী দুর্গার পেছনে মানুষরূপী ১৫টি অসুরের মূর্তি। এদিকে রণভঙ্গিতে অস্ত্রশস্ত্রে সজ্জিত দু্র্গতিনাশিনী দাঁড়িয়ে আছে। গায়ের রঙ ঘন নীল। যেন এগিয়ে চলেছেন সাহসের সঙ্গে।

প্রতিমায় এমন রুপ কিসের ইঙ্গিত এই নিয়ে পাঁচবাড়ি পুজা উদযাপনে পরিষদের সভাপতি জয়জিৎ চৌধুরী জানিয়েছেন,‘সবসময়ের মত মহিষাসুর তো আছেই।কিন্তু অসুর নানা রূপে থাকে আশেপাশেই।মানুষরূপী অসুরের সংখ্যা এখন বেশি। দেবীর পেছনে যাদের দেখছেন, তাঁরা সবাই মানুষরূপী অসুরের প্রতীক।’

প্রতিমা ভাবনা তিনি আরও বলেন, দেবী দুর্গা এবং গণেশ, কার্তিক, লহ্মী ও স্বরস্বতী এবার নীল বর্ণের। কারণ নীল রঙ হল প্রজ্ঞা, নির্ভরযোগ্যতা, শান্তি, অনুপ্রেরণা ও স্থিতিশীলতার প্রতীক।’

একইসঙ্গে পাঁচবাড়ির মণ্ডপের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল লিটু জানান,২০০০ সাল থেকে এখানে প্রতিমা বানাচ্ছেন তিনি। তখন থেকেই থিম ধরে প্রতিমা গড়ার কথা বলেছিলেন তিনি। এবারের ভাবনা হল-চারপাশে মানুষরূপী অসুরের সংখ্যা বেড়েছে। তাই আমরা দেবীর পিছনে অসুর বেশি করে দিয়েছি। মাকে রেখেছি রণভঙ্গিতে। তিনি সব অসুর দমন করে এগিয়ে যান। দশভূজা দেবী দুর্গা মা চাইলে সব অন্যায় দমন করতে পারেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মুক্তিযুদ্ধের সময়ে হিন্দুদের কচুকাটা করেছিলেন বাবা, শেখ হাসিনার মামলায় ছেলে সরকারি আইনজীবী

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনূস সরকার

নবান্নে শাড়ি কিনে দেয়নি স্বামী, রাগে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ