এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুজোর কেনাকাটায় শপিং মলে উপচে পড়ছে ভিড়

সুস্মিতা ঘোষ, ব্যারাকপুর: পুজো এখনও হাতে গুনে ৮ দিন বাকি। কিন্তু বাঙালির কেনাকাটার বাজার যেন শেষই হচ্ছে না। হবে নাই বা কেন! বছরে একবার আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তাই এই সময়টা জামাকাপড় কেনার ধুম যেন একটু বেশি বেড়ে যায় লোকজনদের। হোক না সারা বছর বাংলার টুকটাক শপিং, কিন্তু দুর্গা পুজোর প্রাক্কালে শপিং করার আনন্দ একটি বেশিই থাকে মানুষের। ছোটদের যেমন নতুন নতুন পোশাক পরার আনন্দ, তেমনি বড়রা বাজারে কোন নতুন পোশাক আসল, তা জানতে ঢুঁ দেয় শপিং মল গুলিতে। বর্তমানে খুচরো দোকান গুলির পাট উঠেই গেছে। কারণ একটা শপিং মলে গেলে বাচ্চা থেকে বুড়ো সবটাই নিজের পছন্দ মতো কেনা যায়, সেই ক্ষেত্রে দোকানদার দের বাড়তি ঝামেলাও থাকেনা কাস্টমারদের বোঝানো। আর ক্রেতাদের বায়নাও পোহাতে হয়না দোকানদারদের।

বর্তমানে নিয়মিত শপিং মল বলতেই প্রথমে নাম আসে রিলায়েন্স ট্রেন্ডজ, প্যান্টালুনস, বাজার কলকাতা, স্টাইল বাজার, জুডিও। যেখানে বছরের বারো মাসে ভিড় লেগেই থাকে। কলেজ পড়ুয়া থেকে কর্মরত সবারই ১২ মাসের ভরসা এই দোকানগুলি। তবে জনপ্রিয়তার দিক দিয়ে একটি এগিয়ে রিলায়েন্স ট্রেন্ডজ। বাজেট ফ্রেন্ডলি দিক দিয়ে জুডিও এবং বাজার কলকাতা সেরা। কিন্তু আমার মতামতে তো হবেনা। ক্রেতা কি বলছে সেটাও তো শুনতে শুনতে হবে। হ্যাঁ, সম্প্রতি এরকম একঝাঁক প্রশ্ন নিয়ে আমাদের ‘এই মূহুর্তে’ নিউজ পোর্টাল পরিবার চলে গিয়েছিল ব্যারাকপুরের রিলায়েন্স ট্রেন্ডজ, জুডিও এবং বাজার কলকাতায়। জুডিও এবং বাজার কলকাতা সেখানে নতুন হলেও রিলায়েন্স ট্রেন্ডজের বয়স প্রায় চারেক হল। পুজোর কেনাকাটায় কারা সেরা জানলাম সেখানকার অধিকর্তা এবং দর্শকদের কাছ থেকে।

ফ্যাশন ও স্টাইলের দিক দিয়েই সেরা রিলায়েন্স ট্রেন্ডজ। পুজোর নতুনত্ব বলতে বাচ্চা থেকে বুড়ো সব রকম পোশাকই ছিল নতুনের ছোঁয়া। তবে নারী বা পুরুষদের ট্রেডিশনাল পোশাকের জন্যে রিলায়েন্স ট্রেন্ডিজ বেস্ট অপশন। তবে ডেনিম জিন্স টিশার্টের কোয়ালিটিও এখানে তুখোড়। পাশাপাশি লেটেস্ট ডিজাইনের জুয়েলারি জুতো সবটাই আছে। কিন্তু নজর আটকাল দর্শকদের ভিড় দেখে। সেখানকার একজন অধিকর্তা বললেন কমবেশি প্রচুর মানুষের আনাগোনা প্রতিদিন থাকছেই। তাই দোকান দুঘন্টা বেশি খুলে রাখা হয়। কিন্তু দামের জন্যে অনেক ক্রেতারাই মুখ ফেরাচ্ছে রিলায়েন্স ট্রেন্ডিজ থেকে।

ব্যারাকপুরের স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত রিলায়েন্স ট্রেন্ডজের পাশেই রয়েছে জুডিও। তবে এই শপিং কমপ্লেক্সের বয়স কয়েক মাস হল। অতিন্দ্র সিনেমা হলটিকে ভেঙে গড়ে তোলা হয়েছে জুডিও, আর্সেনাল ও মাল্টিপ্লেক্স সিনেমাহল। আমরা জুডিও তেও ঢুঁ মেরেছি সেদিন। সেখানে গিয়ে যা বুঝলাম জুডিওর স্পেশাল আকর্ষণ মেয়ে ও ছেলেদের জিন্স টপের সম্ভার। ট্রেডিশনাল পোশাক সেখানে নেই বললেই চলে। ক্রেতাদের ভিড় সংখ্যা চোখে পড়ার মতো ছিল। জুডিও পুজোর জন্যে কয়েক ঘণ্টা বেশি খোলা রাখা হচ্ছে। এই দোকানে গিয়েই যেটা চোখে পড়ল যুবসমাজের ভিড়, বাচ্চাদের জামাকাপড় থাকলেও সেখানে ভিড় নেই। বেশি নজর কেড়ে নিল যুব সমাজের জিন্স ও টপ কালেকশন। যা কিনা দুর্দান্ত। সেখানকার আধিকারিকের কথায়, কেস কাউন্টারে ভিড় হচ্ছে মাত্রাতিরিক্ত। যা সামলাতে বাড়তি লোকে প্রয়োজন হচ্ছে। আর তাদের মতেও ইয়ং জেনারেশন ভিড় জমাচ্ছে সেখানে বেশি, সুতরাং রিলায়েন্স ট্রেন্ডজের থেকে আয়ের দিক দিয়ে পাল্লা ভারী। কারণ সেখানকার পোশাকের দামেও রয়েছে বাজেট ফ্রেন্ডলি।

শেষে গিয়েছিলাম বাজার কলকাতা। সেখানকার অবস্থা যা দেখে মনে হল পুজোর বাজারের দিক দিয়ে সেরা বাজার কলকাতা। কারণ সেখানে ঢুকতেই যা ভিড় চোখে পড়ল তাতে আমি নিজেও অবাক। ব্যারাকপুরে বাজার কলকাতার বয়স মাত্র কয়েক মাস হয়েছে তাতেই দারুণ জনপ্রিয়তা পাচ্ছে এই শপিং মল। তবে এই সবকটি মলের শাখা গোটা দেশ জুড়ে রয়েছে। ব্যারাকপুরে এদিন বাজার কলকাতায় গিয়ে মনে হলো ব্যারাকপুরের মানুষ তো আছেই, পাশাপাশি ব্যারাকপুরের প্রতিবেশী স্টেশন গুলির মানুষও সেখানে সন্ধ্যে থেকেই ভিড় জমিয়েছে। সারা দিনের ব্যস্ততার মাঝে অনেকেই কেনাকাটার জন্যে সন্ধ্যাকে বাছেন। তবে এই দোকানে ভিড় এত কেন বেশি তা দোকানের ভেতরে গিয়েই বোঝা গেল। কারণ এখানে বাচ্চা থেকে বুড়ো সবার জামা কাপড়ে রয়েছে অভিনবত্ব। তিনতলা বিল্ডিংয়ের নিচে মেয়েদের পোশাক, মাঝে বাচ্চাদের ও উপরে পুরুষদের। আর তিনটা জায়গাতেই অগুন্তি লোক। তবে এখানে মেয়েদের কুর্তি আর টপ জিনসের চাহিদা বেশি। কারণ জুডিও বা রিলায়েন্স ট্রেন্ডজের থেকে এখানকার সব পোশাকের দাম আকাশ পাতার পার্থক্য। আর কম দামি দেখে মানুষের ঝোঁক পড়ছে সেখানেই। পুরো মলটা একটু ফাঁকা ছিল না। ক্যাস কাউন্টারে মানুষের লাইন রাত ১২ টা ছাড়াবে যা মনে হল। সুতরাং আর কোথায় কি হচ্ছে জানা নেই ব্যারাকপুরে রাজত্ব করছে বাজার কলকাতাই। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভোট ফর মা’ এই স্লোগানে টালার অলিগলির দেওয়াল রাঙিয়ে তুললেন মহিলারা

শাশুড়ি-বউমার সম্পর্ক কেমন হওয়া উচিত?

জানেন কী, ভূত চতুর্দশী কেন পালিত হয়, ১৪ শাকই বা কেন খাওয়া হয়?

কালীপুজোর রাতে প্রদীপের শিখাতে ঘুরবে ভাগ্যের চাকা

কালীপুজোর দিন রাতে আগুন এড়াতে এই ধরণের পোশাক পরুন..

লোহা এবং ফাইবার দিয়ে তৈরি হচ্ছে ৮০ ফুটের কালী প্রতিমা, জনজোয়ারে ভাসবে ব্যারাকপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর