এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সাড়ম্বরে মুক্তি পেল ৮/১২-র ট্রেলার

নিজস্ব প্রতিনিধিঃ ইতিহাসের পাতায় ৮/১২ এই তারিখের গুরুত্ব অন্যতম। এই দিনেই রাইটার্স বিল্ডিংয়ে অভিজান চালিয়ে অত্যাচারি সিম্পসনকে হত্যা করেন বিনয়-বাদল-দীনেশ। সেই ঘটনা আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে।  আর সেই বিষয়কে ঘিরেই তৈরি হল পরিচালক অরুন রায়ের ছবি ৮/১২। কান সিং সোধার প্রযোজনা সংস্থা KSS Productions and Entertainment প্রযোজিত আসন্ন ছবি “৮/১২” (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির ট্রেলার মুক্তি পেল সাড়ম্বরে।

৮ই ডিসেম্বর বিবাদিবাগে, বিনয় বাদল দীনেশের প্রতিমূর্তির সামনে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। “৮/১২” (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির ট্রেলার লঞ্চ সেই বিশেষ দিনেই করা হয়, ১৯৩০ খ্রিষ্টাব্দে যেদিন রাইটার্স বিল্ডিং-এ অনুপ্রবেশ করেন বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এবং অত্যাচারী সিম্পসন সাহেবকে উপযুক্ত শাস্তি দেন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য। “৮/১২” ছবির মধ্যে দিয়ে যে সেই ঐতিহাসিক ঘটনাই পরিবেশিত হতে চলেছে দর্শকদের সামনে, ছবির ট্রেলারে তা সুস্পষ্ট।

‘এগারো’ ও ‘হীরালাল’ খ্যাত পরিচালক অরুণ রায় পরিচালিত এই ছবিতে বিনয় বসু -র ভূমিকায় অভিনয় করেছে কিঞ্জল নন্দ, বাদল গুপ্ত-র ভূমিকায় অভিনয় করেছে অর্ণ মুখোপাধ্যায় ও দীনেশ গুপ্ত-র ভূমিকায় অভিনয় করেছেন রেমো। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, গুলশনারা খাতুন প্রমুখ। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত cast and crew মেম্বাররা। প্রযোজক কান সিং সোধা, পরিচালক অরুণ , কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, রেমো, গুলশনারা খাতুন, অনুষ্কা চক্রবর্তী এবং ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত – র উপস্থিতিতে হয়ে গেলো ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান।

ট্রেলার মুক্তির বিষয়ে বলতে গিয়ে প্রযোজক কান সিং সোধা জানান, “আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি গর্বিত! আমি গর্বিত এক ভারতীয় হিসেবে যে আমি আজকের এই বিশেষ দিনে এই মঞ্চে দাঁড়িয়ে বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের মতন স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি।

১৯৩০ সালের আজকের দিনে রাইটার্স বিল্ডিং এ ব্রিটিশ পোশাক পরে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসন কে হত্যা করেছিলেন বিনয় বদল দীনেশ। এই তিন তরুণ তাঁদের ব্যাক্তিগত স্বার্থের কথা ভাবেননি, ভাবেননি নিজেদের খুশির কথা, কেবল দেশকে পরাধীনতা থেকে অত্যাচার থেকে মুক্ত করতে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন তাঁরা। এই তিন বীরের বীরগাঁথা নিয়েই “৮/১২”, এমন তিনজন সংগ্রামী বীরের কাহিনী আমরা মানুষের কাছে পৌঁছে যাবে। এই ছবির সঙ্গে অনেক পরিশ্রম, অনেক আত্মত্যাগ জড়িয়ে আছে। ট্রেলার মুক্তির পর আসন্ন বছরের জানুয়ারি মাসেই দর্শক বিনয় বদল দীনেশের বীরত্বের কাহিনী বড় পর্দায় দর্শক দেখতে পাবেন বলে আশা করা যায়। 

ছবির পরিচালক অরুণ রায় জানান ” ভারতবাসীর স্বাধীনতা অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ফসল। বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের কথা আমরা বর্তমানে অনেকেই প্রায় ভুলে গিয়েছি। ১৯৩০ সালে ৮ই ডিসেম্বর, রয়টার্স বিল্ডিংয়ে তাঁদের ঐতিহাসিক অনুপ্রবেশ – ই আমাদের ছবির মধ্যে দিয়ে পরিবেশিত হতে চলেছে। ট্রেলারে ও প্রকাশিত তারই ঝলক। আশা করি এই ট্রেলার আপনাদের ভালো লাগবে।”

বিবাদি বাগে কর্মরত পুলিশ কর্তাদের সামনেই লঞ্চ করা হয় এই ট্রেলর, তাদের মধ্যেই অন্যতম উচ্চ পদস্থ এক পুলিশ কর্তা জানালেন, “৮/১২ (বিনয় বাদল দীনেশ সাগা) ছবির এই ট্রেলর আমার মনে এক আশ্চর্য শিহরণ জাগিয়ে দিল।। ট্রেলর দেখতে দেখতে আমাদের প্রশিক্ষণের সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল। ‘এগারো’ ছবির সময় থেকেই অরুণ রায়ের ছবির ভক্ত আমি।।এই ছবির ট্রেলর দেখে আমি নিশ্চিত যে ভারতবাসী এই ছবি দীর্ঘ দিন মনে রাখতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে কোলে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রূপাঞ্জনা

ভয়াবহ দুর্ঘটনায় ভেঙেছে দুই হাতের হাড়, হবে অস্ত্রোপচার, কেমন আছেন দিব্যাঙ্কা?

শাহরুখ, প্রভাসকে টেক্কা আল্লুর, মুক্তির আগেই ‘পুষ্পা ২’-এর স্বত্ত্ব বিক্রি ২৭৫ কোটিতে

‘কুছ পরোয়া নেহি’, গুলিকাণ্ডের ৬ দিন পর কঠোর নিরাপত্তায় মুড়ে দেশ ছাড়লেন সলমান

কন্নড় ভাষায় কথা বলায় অভিনেত্রী এবং তাঁর স্বামীকে ব্যপক মারধর বেঙ্গালুরুতে

ভক্তদের ভিড়ে চিড়েচ্যাপ্টা, শুক্র বেলায় চেন্নাইতে ভোট দিলেন থালাপথি বিজয়, সূর্যরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর