এই মুহূর্তে

মধ্যরাতে শিল্পপতির সঙ্গে মাখামাখি টলিউড নায়িকার, স্বামীকে ভুলে গেলেন?

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়া যেন প্রেমের পীঠস্থান। কখন কার ঘর ভাঙছে, কখন ঘর গড়ছে, তা একমাত্র ঈশ্বরই জানেন। তা নিয়ে নেটপাড়াতেও কম সমালোচনার ঝড় ওঠে না। অবশ্য এখন প্রকাশ্যে কিছু বলতে হয়না। ইনস্টাগ্রামে প্রিয় মানুষটি ফলো-আনফলো করেছে কিনা, তা দেখেই বোঝা যায় নির্দিষ্ট তারকা যুগলের প্রেম টিকে আছে কিনা ভাঙল। বা তাঁদের বিয়ে টিকে আছে কিনা! ঘটা করে বিয়ে করলেও কিছু বছর পর শোনা যায়, সঙ্গীর সঙ্গে খুশি নন। কেউ আবার প্রেমিকের সঙ্গে পার্টিতে গিয়েও অন্য কারও গায়ে গিয়ে পড়েন।

রাত বাড়লে কলকাতার নাইট ক্লাবগুলিতে এমন অনেক দৃশ্য দেখা যায়। সেখানে হাতেনাতে ধরা পড়ে যান টলিউড নায়িকারা। তবে তা সাধারণ মানুষের চোখে এড়িয়ে গেলেও তাঁদের ঘনিষ্ঠদের চোখ এড়িয়ে যায়না। সম্প্রতি কলকাতার উপকণ্ঠে আয়োজিত একটি বড় পার্টিতে এমনই একটি ঘটনা ঘটল। যেখানে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী ও শিল্পপতি। অবশ্য ইন্ডাস্ট্রির বাইরের লোকজন এই পার্টিতে আমন্ত্রিত ছিলেন না। সেখানেই এক টলিউড অভিনেত্রীর কীর্তি নিন্দকদের নজর এড়াল না।

ঘনিষ্ঠ সূত্রের খবর, ওই পার্টিতে শহরের এক শিল্পপতির সঙ্গে টলিপাড়ার ওই নায়িকার মাখামাখি সবার নজর কেড়েছে। কিন্তু সেই ব্যক্তি নাকি অন্য কোনও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে টলিপাড়ার ওই নায়িকা বিবাহিত। কয়েক বছর আগে মনের মানুষের সঙ্গেই তাঁর ঘটা করে বিয়ে হয়েছে। যেখানে আমন্ত্রিত ছিলেন কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও। বিবাহিত নায়িকার শিল্পপতির সঙ্গে মাখামাখির বিষয়টি নিয়ে টলিপাড়ায় ফিসফাস তুঙ্গে। তা হলে তাঁরা অবৈধ সম্পর্কে রয়েছেন? তা হলে কি নায়িকার সংসার ভাঙল? অবশ্য ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, বর্তমানে অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না। তাই নায়িকার এই আচরণ অবাক করেছে সকলকে। কিন্তু তাঁর ঘনিষ্ঠদের অবাক করেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ বছরের বড় নায়কের সঙ্গে প্রেমে মগ্ন রবীনার কন্যা, ভাইরাল পোস্টার

‘গত ৮ বছরে অনেক কম কাজ পেয়েছি’, বলিউড থেকে দূরত্ব বাড়ছে এ আর রহমানের

গণতান্ত্রিক উৎসবে সামিল! মুম্বই BMC নির্বাচনে বাবা-মাকে নিয়ে ভোট দিলেন জন, তামান্নারা

শুটিং চলাকালীন ভিডিও ফাঁস, চর্চায় পূজা চেরি

প্রেমিকার হাতে হাত রেখে ইমরানের কামব্যাক ছবির প্রিমিয়ারে আমির

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ