এই মুহূর্তে




প্রথমে কেকে’র কণ্ঠে রেকর্ড হয়েছিল ‘আশিকি ২’-এর গান, তাহলে অরিজিৎ কীভাবে জায়গা পেল?




নিজস্ব প্রতিনিধি: অরিজিৎ সিংহ, বর্তমানে গোটা বিশ্বেরর চোখে মেলোডি কিং। মুলত, ‘আশিকি 2’- থেকেই বলিউডে পরিচিতি বাড়তে শুরু করেছিল তাঁর। আর এখন তো বলিউডের সঙ্গীত মহলের সিংহভাগ জায়গাই অরিজিৎ সিংহ-এর। অথচ গুরুকুল নামক একটি মিউজিক রিয়েলিটি শোয়ে তিনি জিততে পারেননি। ‘মার্ডার 2’- এর মতো একাধিক চলচ্চিত্রে কন্ঠ দিয়েও তিনি পরিচিতি পাননি। তবে তাঁর কেরিয়ার ঘুরিয়ে দিয়েছিল ‘আশিকি 2’। কিন্তু জানেন কী, আদিত্য-শ্রদ্ধার ছবিতে প্রথমে অরিজিৎ নয়, কন্ঠ দেওয়ার কথা ছিল প্রয়াত প্লেব্যাক গায়ক কেকে-র। হ্যাঁ, যিনি ২০২২ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর কন্ঠের যাদু আজও তরুণ প্রজন্মকে গ্রাস করে রয়েছে। হ্যাঁ, অরিজিতের বদলে আশিকি 2-এর গানগুলিও প্রথমে কেকে-র গাওয়ার কথা ছিল। কিন্তু আশিকি ২-এ গান গেয়ে রীতিমতো ছক্কা হাঁকিয়ে নেন অরিজিৎ, একজন তরুণ গায়ক হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত হন অরিজিৎ।

অরিজিৎ সিংয়ের গাওয়া আশিকি ২- এর গানগুলির বয়স এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও এই গানগুলি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কিন্তু জানেন কী, আশিকি 2-এর গানগুলি প্রথমে কেকে-কে দিয়ে রেকর্ড করা হয়েছিল, তখন অরিজিৎ কোথাও ছিলেন না। ১৯৯১ সালের সুপারহিট ছবি ‘আশিকি’র ফ্র্যাঞ্চাইজি হল ‘আশিকি ২’। পূর্বসূরির মতো, আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবিটির সঙ্গীতও মনোরম করা হয়েছিল। কিন্তু ছবির পরিচালক মোহিত সুরি প্রথমে আদিত্যের চরিত্র রাহুল জয়করের কণ্ঠের জন্য কেকে-র সঙ্গে কথা বলেছিলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোহিত সুরি বলেছেন, “আমি যখন আশিকি ২ তৈরি করছিলাম, তখন আমি কেকে-র কণ্ঠে গান রেকর্ড করেছিলাম, এবং তার সঙ্গে অনেক গান করেছি, যেমন কেয়া মুঝে প্যার হ্যায় ইত্যাদি। কিন্তু সেই কণ্ঠ রেকর্ড করার পর, আমি বুঝতে পারি যে সেই কণ্ঠটি এক প্রজন্ম আগের ইমরানের (হাশমি) জন্য উপযুক্ত। কিন্তু আদিত্য রায় কাপুর আসছেন, তাই তাঁর কন্ঠের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি একজন নতুন লোক চেয়েছিলাম। আমি সেই মতো নতুন কণ্ঠের সন্ধানও শুরু করি, যার জন্য আমি ‘সম্ভাব্য সকলের অডিশন’ নিয়েছিলাম। অবশেষে, আমাল অরিজিতের কণ্ঠের সঙ্গে দেখা হয়। আমি অরিজিতকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে, তাঁর কন্ঠই ছবির জন্য প্রয়োজনীয় কণ্ঠ। ইতিমধ্যেই প্রতিষ্ঠিত কাউকে দিলে কাজ শেষ হবে না। এরপর অরিজিৎকে দিয়েই আমি আমার ছবির সব গান গাওয়াই।” জিৎ গঙ্গোপাধ্যায় (মিঠুন এবং অঙ্কিত তিওয়ারি অতিথি সুরকার হিসেবে) দ্বারা সুরক্ষিত, আশিকি ২-এর সাউন্ডট্র্যাকগুলি অসাধারণ হিট হয়েছিল। অ্যালবামের প্রায় সব গানই চার্টের শীর্ষে ছিল। তুম হি হো, ভুল দেনা, চাহুন ম্যায় ইয়া না, আসান নাহি ইয়াহান, এবং মিলনে হ্যায় মুঝসে আয়ির মতো ট্র্যাকগুলি অরিজিৎ গেয়েছিলেন। প্রতিটি গানই দুর্দান্ত সাফল্য পেয়েছিল। কে কে অ্যালবামে একটি গানই গেয়েছিলেন – পিয়া আয়ে না। সেটিও সফল হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

লক্ষাধিক টাকা জরিমানা ও ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা, হঠাৎ কী হল ‘হ্যারি পটার’ অভিনেত্রীর?

‘GenZ আমার গান ভুলেই গেছে, অপরাধী আঙ্কেল বলে ডাকে’, হারানো জনপ্রিয়তা নিয়ে আক্ষেপ শানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ