-273ºc,
Saturday, 3rd June, 2023 3:52 am
নিজস্ব প্রতিনিধি মুম্বইঃ এই বছরের শুরুতেই বিয়ের বন্ধনে বাঁধা পড়েছেন বলিউডের চর্চিত জুটি রনবীর কাপুর এবং আলিয়া ভাট। মাত্র কয়েকদিন আগেই বিয়ের পিড়িতে বসেছেন রিচা চাড্ডা এবং আলি ফজল। বছরের শেষে বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani)। জানা গিয়েছে ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসবেন অভিনেত্রী। তবে পাত্র কে? জানা গিয়েছে মুম্বইয়ের ছেলে সোহেল কাঠুরিয়ার (Sohail Kathuriya) সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন হংসিকা। সোহেল কাঠুরিয়া পেশায় ব্যাবসায়ী।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে ডিসেম্বরের ৪ তারিখ বিয়ের পিড়িতে বসছেন হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া। জয়পুরের মুন্ডোটা দুর্গ এবং প্রাসাদে বসছে তাঁদের বিয়ের আসর। ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। প্রথম দিনে হবে মেহেন্দি অনুষ্ঠান। বিয়ে উপলক্ষ্যে সেদিন বসবে সুফি গানের আসর। পরের দিন, অর্থাৎ ৩ ডিসেম্বর হবে সঙ্গীত। পরিবারের সদস্যদের জন্য পোলো খেলার আয়োজন থাকছে সেদিন। এরপর ৪ তারিখ, ভোরবেলা হবে হংসিকার গায়ে হলুদের অনুষ্ঠান। তার পর বিয়ে। অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় আয়োজোণ করা হোয়েছে ক্যাসিনো পার্টি। শুধু তাই নয় জানা গিয়েছে, বিয়ের এই উৎসবে যোগ দেওয়ার জন্য প্রতি দিন আলাদা আলাদা পোশাকবিধিও রয়েছে। অতিথিদের সেই পোশাক বিধি মেনেই অনুষ্ঠানে আসতে হবে। পরিবার পরিজন আত্মীয় বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারবেন অভিনেত্রী।
উল্লেখ্য সোহেলের সঙ্গে সম্পর্কের আগে সহ-অভিনেতা সিম্বুর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন হংসিকা। কিন্তু ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর সোহেল কাঠুরিয়ার সঙ্গে তাঁর পরিচয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া।