এই মুহূর্তে

দুই পক্ষের স্ত্রীর মধ্যে জোর চর্চা, এমন পরিস্থিতিতে কেমন আছেন হিরণের মেয়ে নিয়াসা?

নিজস্ব প্রতিনিধি: বারাণসী ঘাটে চুপিসাড়ে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর দ্বিতীয় স্ত্রী হাঁটুর বয়সী, নাম ঋতিকা গিরি। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিজেই জুড়েছিলেন হিরণ। কিন্তু মূহুর্তের মধ্যে তা মুছেও ফেলেন। এরপর থেকেই শুরু হয়েছে চর্চা। লাল বেনারসী-হলুদ পাঞ্জাবি পুরো বাঙালি বর-কনে সেজে বিয়ে করেছেন হিরণ-ঋতিকা। কিন্তু বিয়ের ছবি শেয়ার করেও কেন মুছে ফেললেন হিরণ? অভিনেতার বিয়ে এখন সোশ্যাল মিডিয়ার মুচমুচে গসিপ। কেননা হিরণ আগে থেকেই বিবাহিত। ২০০০ সালে অনিন্দিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। ২০০৮ সালে তাঁদের কন্যা নিয়াসার জন্ম হয়। অর্থাৎ হিরণের মেয়ের এখন ১৯ বছর বয়স। হিরণের দ্বিতীয় বিয়ের বিষয়টা প্রকাশ্যে আসতেই মুখ খোলেন অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা। তিনি দাবি করেন যে, তাঁদের এখনও ডিভোর্সই হয়নি। আইনিভাবে বিচ্ছেদ হয়নি তাঁদের।

ঋতিকা হিরণের মেয়ের থেকে ২ বছরের ছোট অর্থাৎ তাঁর বয়স ২১ বছর। সুতরাং হাঁটুর বয়সী মেয়েকে কী করে বিয়ে করলেন হিরণ, কতটা খারাপ মানুষ তিনি। যদিও ২০২২ সালে হিরণের ডিভোর্সের গুঞ্জন উঠেছিল, কিন্তু অনিন্দিতা বিষয়টা উড়িয়ে দেন। কিন্তু হিরণের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ্যে আসার পরেই বিজেপি বিধায়কের পর্দা ফাঁস করেন অনিন্দিতা। জানান, তাঁকে এবং তাঁর মেয়েকে অত্যাচার করতেন হিরণ। ২০২৫ সালের নববর্ষও একসঙ্গে উদযাপন করে ছিলেন তাঁরা। তবে অনিন্দিতার সব দাবি উড়িয়ে দিয়ে গতকাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম মুখ খুলেছিলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা। তিনি জানিয়ে ছিলেন, তাঁর বয়সের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাঁদের বিয়ে ৫ বছর আগেই হয়ে গিয়েছে। তিনি হিরণের সঙ্গে ৫ বছর ধরে আছেন। অনিন্দিতা সব জানতেন। যদি আইনি পদক্ষেপ নেওয়ার হয় নিতে পারেন। এই মূহুর্তে তাঁদের শরীরের অবস্থা ভাল নয়। তাই আর কিছু বলতে পারবেন না। যদিও হিরণের ব্যাক্তিগত আপ্তসহায়ক ছিলেন ঋতিকা। হিরণের সঙ্গে তাঁর অনেক ছবি ভাইরাল হয়েছে। এমন পারিবারিক কলহের মধ্যে হিরণের মেয়ে নিয়াসা কেমন আছেন? ২৫ বছরের সংসার, ১৯ বছরের মেয়ের কথা প্রথম থেকেই বলছেন অনিন্দিতা। হিরণের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছিলেন তাঁদের মেয়ে নিয়াসা। তিনি বলেছিলেন তাঁর মা বাবা এবং মা।

এই মুহূর্তে মধ্য কলকাতার নামী কলেজের মনোবিজ্ঞানের ছাত্রী তিনি। কিন্তু বাবার কর্মকাণ্ডের জন্যে এখন কলেজে যেতে পারছেন না তিনি। এত সাংবাদিক, এত প্রশ্ন, ক্যামেরার আলো, এই পরিস্থিতিতে খুবই মনখারাপ তাঁর। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তবে ওর বন্ধুরা সবাই পাশে আছে। ফোন করেছে। তবে মেয়ের পড়াশোনার ক্ষতি একেবারেই চাননি অনিন্দিতা। বুধবার আনন্দপুর থানায় হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অনিন্দিতা। সেদিন থানা থেকে বেরিয়ে কেঁদে ফেলেছিলেন নিয়াসা। বলেছিলেন, হিরণ বাবা এবং স্বামী হিসাবে ব্যর্থ। তবে এত বিতর্কের মাঝে এখনও চুপ হিরণ। এখনও পর্যন্ত তাঁর তরফ থেকে কোনও মন্তব্য মেলেনি। থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে অনিন্দিতা বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে যাক, তার পর নাচতে নাচতে বিয়ে করুক। সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে কি না আমরা দেখব।’ এই ঘটনায় অনিন্দিতার সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী ঝিলম অধিকারী রয়েছেন। হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা দু’জনের বিরুদ্ধেই অভিযোগ জানানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

বাংলা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা, এবার বিয়ের পিঁড়িতে অদ্রিজা, পাত্র কে?

স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

‘অভিনয় জানেন না জন!’ বিস্ফোরক অভিযোগ ‘ধুম’ অভিনেত্রীর

‘এই সময় সারাজীবন মনে রাখব’, INS বিক্রান্ত পরিদর্শন, নৌসেনাদের ‘স্যালুট’ সানি দেওলের

সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানি মামলা দায়েরের হুঁশিয়ারি বাঙালি অভিনেত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ