এই মুহূর্তে




৮ বছর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ব্র্যাড পিটের সঙ্গে ডিভোর্স হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির




নিজস্ব প্রতিনিধি: অবশেষে হলিউডের এক সময়ের পাওয়ার দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত। ৮ বছর পর তাঁদের অবশেষে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে তাঁদের। সোমবার অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির আইনজীবী জানিয়েছেন, ‘হলিউডের ইতিহাসে দীর্ঘতম এবং সবথেকে বিতর্কিত বিবাহবিচ্ছেদের মামলা শেষ হয়েছে সোমবার (৩০ ডিসেম্বর)। ৮ বছর পর অবশেষে ব্র্যাড পিটের সঙ্গে ডিভোর্স হতে চলেছে অ্যাঞ্জেলিনা জোলির।’ জানা গিয়েছে, গতকাল সোমবার তারা দুজনেই তাঁদের আইনজীবীদের সামনে ডিভোর্স নথিতে স্বাক্ষর করেছেন। ৮ বছর আগে যে বিচ্ছেদের মামলা গোটা বিনোদুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল, অবশেষে সেই মামলার নিষ্পত্তি ঘটতে চলেছে। ব্র্যাড পিটের বিরুদ্ধে অপব্যবহারের মামলা প্রত্যাহার করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

এ বিষয়ে জোলির আইনজীবী জেমস সাইমন একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ব্র্যাড পিটের থেকে মুক্তি পাওয়ার জন্যে অ্যাঞ্জেলিনা জোলি আট বছর আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। তিনি ব্র্যাড পিটের কোনও সম্পত্তি নেন নি। বাচ্চাদের নিয়ে একা থাকতে শুরু করেছিলেন। তাঁদের ডিভোর্স প্রক্রিয়া আট বছর আগে শুরু হয়েছিল। এই দীর্ঘ লড়াইয়ে অ্যাঞ্জেলিনা ক্লান্ত, অবশেষে তিনি স্বস্তি পেলেন।” জোলির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “জোলি কখনই প্রকাশ্যে, তাঁর প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সম্পর্কে খারাপ কথা বলেন নি।” তবে বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছিলেন না পিট৷ নানা অছিলায় তিনি ডিভোর্সের মামলায় আদালতে হাজিরা দিচ্ছিলেন না। অবশেষে ৮ বছর দীর্ঘ লড়াই চলার পর ডিভোর্সের পথে জোলি এবং পিট।

২০১৬ সালে ১৯ সেপ্টেম্বর বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি। জানা যায়, ২০১৬ সালে তাঁরা তাঁদের ব্যক্তিগত বিমানে কোথাও ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণ থেকে ফিরেই জোলি দাবি করেছিলেন, পিটের ব্যবহার অস্বাভাবিক। বিমানের মধ্যে সন্তানদের সামনেই তাঁকে মারধর করেছিলেন পিট। বাচ্চাদের গায়েও হাত তুলেছিলেন। এই ঘটনার চার মাস পরে, তাঁরা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তখন থেকেই মামলা চলছিল। তবে তাঁদের আইনী চুক্তিতে বাচ্চাদের নথিপত্র গোপন রাখা হয়েছিল। বর্তমানে পিট এবং জোলির ছয় সন্তানই প্রাপ্তবয়স্ক। সকলেই বাবা-মায়ের বিচ্ছেদে সম্মত ছিলেন।

যদিও ২০২২ সাল থেকে ৩৪ বছর বয়সী এলএ জুয়েলারি এক্সিক ইনেস ডি রেমনের সঙ্গে ডেটিং করছেন পিট। অন্যদিকে জোলি অন্য সম্পর্কে লিপ্ত। উল্লেখ্য, ডিভোর্সের মামলা চলাকালীনই পিট ২০২২ সালের ফেব্রুয়ারিতে জোলির বিরুদ্ধে তার শ্যাটো মিরাভাল স্টেক বিক্রির জন্য মামলা করেছিলেন। কিন্তু জোলি পিটের আইনি পদক্ষেপকে অর্থহীন, বিদ্বেষপূর্ণ অভিহিত করেছিলেন। অবশেষে তাঁদের দীর্ঘ ডিভোর্সের মামলা শেষ হল। অথচ একসময় তাঁদের জুটি ছিল পৃথিবীর সেরা জুটি। ২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির শুটিং করতে গিয়ে অ্যাঞ্জেলিনা জোলির প্রেমে পড়েছিলেন ব্র্যাড পিট। লিভ ইন রিলেশনে থাকার সময়েই তিনটি সন্তান দত্তক নিয়েছিলেন তাঁরা। আর তিনটি সন্তানের জন্ম দেন জোলি। বিয়েটা হয়েছিল তাদের ২০১২ সালে। মাত্র ২ বছর সংসার করেছেন। ২০১৪ থেকেই তাঁদের সংসারে আশান্তি শুরু হয়েছিল। অথচ পিটের প্রথম স্ত্রী ছিলেন জেনিফার অ্যানিসট, জোলিকে বিয়ে করার জন্যেই প্রথম স্ত্রীকে বিবাহবিচ্ছেদের কাগজ ধরিয়েছিলেন তিনি। কিন্তু অ্য়াঞ্জেলিনার সঙ্গেও বিয়েটা টিকল না ব্র্যাডের। তার বিরূদ্ধে একের পর এক কুৎসিত অভিযোগ করেছিলেন জোলি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জনপ্রিয় অভিনেত্রীকে পিটিয়ে খুন, ম্যানহোলে ভরে সিমেন্ট দিয়ে সিল করল পুরোহিত

সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাওয়ের জামিনের আবেদন খারিজ

‘চিরকুমার’ তকমা ঘুচতে চলেছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কে?

কুণাল কামরাকে হুমকির পর হুমকি শিন্ডে সেনার, চোখে ঠুলি পরে মুম্বই পুলিশ

বিষ্ণোই গ্যাংয়ের থেকে লাগাতার হুমকি, ভয় পাচ্ছেন নাকি, প্রথম মুখ খুললেন সলমান

ডুয়ার্সের ওদলাবাড়ি ঘিস নদীতে ‘আশিকী থ্রি’ সিনেমার শুটিংয়ে কার্তিক আরিয়ান

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর