এই মুহূর্তে




প্রতারণার শিকার অদ্রিজা, অঙ্কিতা-সহ ২৫ জন টেলিভিশন অভিনেতা, খোয়ালেন কোটি টাকা




নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মুম্বই ইন্ডাস্ট্রির একটি সুখ্যাত নাম বাংলার মেয়ে অদ্রিজা রায়ের। বাংলা সিরিয়ালের অভিনয় থেকে পুঁজি নিয়ে মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একেবারে পাকাপোক্ত জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। বর্তমানে মুম্বই তাঁর পাকাপাকি ঠিকানা। কলকাতায় টুকিটাকি সময়ে দেখা যায় অভিনেত্রীকে। যাই হোক, ২০২৪ সালটা অদ্রিজার যেমন ভাল কেটেছে, তেমনি খারাপও কেটেছে। একদিকে পাঁচ বছর ধরে চলা ‘অনুপমা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে সুযোগ পেয়েছেন তিনি, অন্যদিকে ছ’লক্ষেরও বেশি টাকা খুইয়েছেন অভিনেত্রী। এমনকী বিষয়টি ঘুনাক্ষরেও কাউকে জানতে দেননি তিনি। অবশেষে একটি সংবাদ সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করলেন অভিনেত্রী। জানালেন, দুটি ঘটনার জেরে অনেক টাকার লোকসান হয়েছে তাঁর। তবে দোষ নিজেকেই দিলেন তিনি। কারণ পাওনা টাকা সঠিক সময়ে আদায় করে নিতে ভুলে গিয়েছিলেন অভিনেত্রী। যখন মনে পড়েছিল তাঁর, অনেকটা সময় হয়ে গিয়েছে। আর পাওনা টাকা ফেরত পাননি তিনি।

সোমবার প্রকাশিত একটি ন্যাশনাল সংবাদমাধ্যম জানিয়েছে, একটি অ্যানার্জি বিজ্ঞাপনী ছবির সঙ্গে যুক্ত হয়েছিলেন অদ্রিজা রায়, অঙ্কিতা লোখন্ডে, আয়ুষ শর্মা-সহ ২৫ জন জনপ্রিয় অভিনেতা। অদ্রিজার কথায়, বিজ্ঞাপনের শুটিং হয়েছিল অগস্টে। শুটিংয়ের পর তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর আর কোনও টাকা পাননি তিনি। একই ঘটনা ঘটেছে বাকিদের সঙ্গেও। ধারাবাহিক অভিনয় থেকে অবসর পেলেই নানারকম বিজ্ঞাপনের কাজে যুক্ত হন তারকারা। বলিউডে বিষয়টি বেশি প্রচলিত। অনেক অভিনেতারা আবার শুধুমাত্র বিজ্ঞাপনেই অভিনয় করেন। তাতে খাটনিও কম আবার টাকাও বেশি। যাই হোক, এই মূহুর্তে চেম্বুর পুলিশ ২৫ জন শিল্পীর সঙ্গে প্রায় ১.৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগে ওই বিজ্ঞাপনী সংস্থার পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, গতবছরের শেষে ওই বিজ্ঞাপনের জন্যে অভিনেতাদের আপ্তসহায়কদের সঙ্গে যিনি যোগাযোগ করেছিলেন, সেই ব্যক্তি টাকা দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা ঘটেনি। একের পর এক চেক বাউন্স হয়ে হয়েছে। এরপরেই প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন অভিনেতাদের আপ্তসহায়করা।

পুলিশের মতে, অভিযোগকারী, আন্ধের রোশন বিন্দর (৪৮) নামে একজন ব্যাক্তি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান। কোনও বিজ্ঞাপন বা অনুষ্ঠানের জন্যে তিনিই সেলিব্রিটিদের সরবরাহ করেন। ২০২৪ সালের জুলাই মাসে, তিনি একজন ব্যক্তির কাছ থেকে ফোন পেয়েছিলেন। যিনি দাবি করেছিলেন যে, একটি এনার্জি ড্রিংক ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ২৫ জন শিল্পী প্রয়োজন। অভিযুক্তরা প্রথমে ১০ লক্ষ টাকার অগ্রিম পেমেন্ট দেখানো একটি রসিদ পাঠিয়েছিলেন, কিন্তু প্রকৃত অর্থ স্থানান্তর করা হয়নি বলে অভিযোগ। এরপর তারা বিন্দরকে শিল্পীদের দাদরে একটি পার্টিতে নিয়ে আসার নির্দেশ দেন। এই অনুষ্ঠানে অর্জুন বিজলানি, অভিষেক বাজাজ এবং হর্ষ রাজপুত সহ প্রায় ১০০ জন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৫ জনকে বিজ্ঞাপনের জন্য নির্বাচিত করা হয়েছিল, মোট ১.৩২ কোটি টাকা পরিশোধের জন্য সম্মত হয়েছিলেন তাঁরা। পরে অভিযুক্তরা ১৫ লক্ষ টাকার চেকের একটি ছবি পেমেন্ট গ্যারান্টি হিসেবে পাঠিয়ে প্রতিশ্রুতি দেয় যে শীঘ্রই বিন্দরের অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই বিশ্বাসে, বিন্দর বিজ্ঞাপনের শুটিং শুরু করেন এবং কন্টেন্টটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। অভিযুক্তরা আশ্বাস দেয় যে ৩৫ দিনের মধ্যে সমস্ত অর্থ প্রদান করা হবে।

তবে, পুলিশ রিপোর্ট থেকে জানা যায় যে দাদার অনুষ্ঠানে শিল্পীদের দেওয়া দুটি চেক – একটি ২ লক্ষ টাকার এবং আরেকটি ৯০,০০০ টাকার – বাউন্স হয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর, অভিযুক্ত দাবি করেন যে, বৈদেশিক মুদ্রার নিয়ম অনুযায়ী দুবাই থেকে ২২.৫ লক্ষ টাকা স্থানান্তর করা হয়েছে। তবে, দুই দিন পরেও, অভিযোগকারীর অ্যাকাউন্টে কোনও টাকা জমা পড়েনি। এছাড়াও, অভিনেত্রী তেজস্বী প্রকাশের জন্য দেওয়া ৬.৫ লক্ষ টাকার চেক, আদ্রিজা রায়ের জন্য দেওয়া ১.২৫ লক্ষ টাকার চেকও বাউন্স হয়ে গিয়েছে। ২০২৪ সালের ১৮ অক্টোবর, অভিযুক্ত আরও দুটি চেক দেয়। একটি ৩৫ লক্ষ টাকার এবং অন্যটি ৪৫ লক্ষ টাকার – দুই দিনের মধ্যে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। এই আশ্বাসে বিশ্বাস করে, বিন্দর অভিনেতা জয় ভানুশালী, ভূমিকা গুরুং, অঙ্কিতা লোখণ্ডে, আয়ুষ শর্মা, সানা সুলতান, কুশল ট্যান্ডন, অদ্রিজা রায় এবং অভিষেক বাজাজকে ৩৫ লক্ষ টাকার অগ্রিম অর্থ প্রদান করা হয়। তবে, অভিযুক্তের দেওয়া ৮০ লক্ষ টাকার চেকও বাউন্স হয়। শিল্পীদের কাছ থেকে মোট ১.৩২ কোটি টাকা প্রতারণা করা হয়েছে, এবং বিন্দরের ব্যক্তিগত তহবিল থেকে ১৬.৯১ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিন্দরের অভিযোগের পর, চেম্বুর পুলিশ মধ্যপ্রদেশের একজন বাসিন্দা সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আরও তদন্ত চলছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘হাঁটু-ব্যাথা সারাতে ১৫ দিন নিজের মূত্র পান করেছি’, বিস্ফোরক দাবি পরেশ রাওয়ালের

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

মিশর থেকে ‘ভূত’ সঙ্গে নিয়ে ফিরেছেন, ভয়াবহ অভিজ্ঞতা ‘লায়লা মজনু’ অভিনেত্রীর

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

ভারতে নিষিদ্ধ ‘আবির গুলাল’-এর জন্যে কত পারিশ্রমিক নিয়েছেন পাক-অভিনেতা ফাওয়াদ?

‘আমার জীবন তছনছ করে দিয়েছিল’, শনির সাড়ে সতীর ক্রোধের শিকার মনোজ বাজপেয়ী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর