এই মুহূর্তে




পদদলিত হয়ে প্রাণ গিয়েছে ৪০ জনের, ‘গণহত্যাকারী’ বিজয়ের গ্রেফতারির দাবিতে সোচ্চার নেটা নাগরিকরা

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর কারুর জেলায় তামিল সুপারস্টার থালাপাথি বিজয়ের সভায় পদদলিত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। এবার ‘গণহত্যাকারী’ থালাপাথি বিজয়ের বিরুদ্ধে গ্রেফতার দাবির সোচ্চার হলেন নেটিজেনরা। ইন্টারনেটে ছেয়ে গিয়েছে ‘ArrestVijay’ ট্রেন্ডিং। গতকাল বিজয়ের সমাবেশে নিহতদের মধ্যে ১০ জন নাবালক, এক দুই বছর বয়সী শিশু, ২০ থেকে ৩০ বছর বয়সী অসংখ্য মহিলা রয়েছেন। জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় ঘটনাটি ঘটেছে। TVK প্রধান থালাপাথি বিজয়ের সভায় দুপুরে আসার কথা ছিল বিজয়ের। তাঁকে দেখতে সকাল ১১ টা থেকে ভিড় জমায়েত শুরু হয়।

কয়েক ঘন্টা রোদে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন দর্শক। সেখানে জল ও খাওয়ারেরও অভাব ছিল। তবুও অভিনেতাকে দেখতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ভক্তরা। প্রায় ৭ ঘন্টা পর বিজয় সভায় প্রবেশ করেন। যাতে করে ৩০ হাজারের জায়গায় ৬০ হাজার ভক্ত সমাবেশে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলে দৌড়াদৌড়ি শুরু হয় দর্শকদের মধ্যে। তাতে পদপিষ্টে আহত হন প্রায় ১০০ জনেরও বেশি মানুষ। নিহত হন ৪০ জন। গুরুতর আহত অবস্থায় কারুর হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেককে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। এই ঘটনায় মর্মাহত বিজয়।তিনি রবিবার নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

তবে এখন অভিনেতাকে গণহত্যাকারী তকমা দিয়ে তার গ্রেফতারের দাবি উঠেছে। যদিও অভিনেতার পক্ষে অনেকেই এগিয়ে এসেছেন। গতকাল কারুরের দুর্ঘটনার পর বিজয় ভাষণ থামিয়ে চুপচাপ চেন্নাই ফিরে আসেন। অভিযোগ উঠেছে যে, অভিনেতা ঘটনাস্থলে দুপুরে আসার নামে প্রায় ৭ ঘন্টা দেরিতে আসেন। সেই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তাঁর জন্যে তিরুচি বিমানবন্দরে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি তাদের কোনও সাড়া দেননি। এমনও অভিযোগ রয়েছে যে, বিজয় গুরুতর আহতদের বহনকারি অ্যাম্বুলেন্সে তাদের না দেখার ভান করে বেরিয়ে যান। এরপরই তাঁর গ্রেফতারের দাবিতে প্রচারণা আরো জোরদার করেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিজয়ের গ্রেফতারের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। কিছু ব্যবহারকারী তাঁকে গণহত্যাকারী এবং মৃত্যুর বণিক হিসেবে আখ্যা দিয়েছে। কিছু ব্যবহারকারী অতীতের ঘটনাগুলো তুলে ধরে বলেছেন, কারণ বেঙ্গালুরুতে আরসিবির জয় উদযাপনের সময়েও পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। তখনও ব্যাটসম্যান বিরাট কোহলিকে গ্রেফতারের দাবি উঠেছিল। তাহলে বিজয়কে কেন নয়। অনেকে আবার অভিনেতার সমর্থনে বলেছেন, বিজয়ের কোনও দোষ নেই এখানে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

SIR- এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ