এই মুহূর্তে




পুরোপুরি মুক্তি পেলেন আরিয়ান খান, অবশেষে বিদেশে যাওয়ার পথ খুলল তাঁর

নিজস্ব প্রতিনিধি: কয়েকমাস আগেই মাদক মামলায় বেকসুর খালাস হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এই মামলায় ক্লিনচিটও পেয়ে গিয়েছেন আরিয়ান। প্রায় ১ টা বছর আইনি জটে ফেঁসেছিলেন শাহরুখ-পুত্র। যার কারণে অন্ধকারের ছায়া ঘনিয়ে এসেছিল শাহরুখ পরিবারেও। গতবছর অক্টোবর মাসে একটি প্রমোদতরী থেকে মাদকদ্রব্য সেবন এবং বহনকারী হিসেবে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান এবং তাঁর কয়েকজন বন্ধুকে। যদিও গ্রেফতারির ২০ দিন বাদেই তিনি জামিন পেয়ে গিয়েছিলেন। কিন্তু মাথার উপর আইনি জটিলতা ছিলই। কিছুদিন আগে মুক্ত হন আরিয়ান।

উপযুক্ত প্রমাণাদির অভাবে আদালত বেকসুর খালাস করেন আরিয়ানকে। যদিও এতদিন দেশের বাইরেও যেতে পারেননি আরিয়ান, কারণ তাঁর পাসপোর্ট এতদিন বাজেয়াপ্ত করে রেখেছিলেন NCB আধিকারিকরা। এবার একটি বিশেষ এনডিপিএস আদালত আরিয়ানের পাসপোর্ট প্রকাশ করার অনুমতি দিয়েছে। আরিয়ান এখন ভারতের বাইরে ভ্রমণ করতে পারবেন। শাহরুখ খানের আইনজীবী সন্দীপ কাপুর।

সম্প্রতি জানিয়েছেন, “আরিয়ানের জামিনের শর্তগুলির মধ্যে একটি ছিল যে, তিনি মুম্বই এনডিপিএস-এর বিশেষ বিচারকের কাছ থেকে অনুমতি না ছাড়া দেশ ছেড়ে যেতে পারবেন না৷” তবে কাপুরের কথায়, আদালত তাঁর পাসপোর্ট ছাড়ার পাশাপাশি, আরিয়ানের ১ লাখ টাকার জামিন বন্ডও বাতিল করেছে। আইনজীবী আরও বলেছেন, “সুতরাং আরিয়ানের এই অন্ধকার অধ্যায়টি বরাবরের মতো বন্ধ হয়ে গিয়েছে। তাঁর পাসপোর্ট ফেরত এবং জামিনের বন্ড বাতিলের অর্থ হল তিনি এখন পুরোপুরি মুক্ত।” ক্রুজ মামলায় আরিয়ানসহ বাকি ছয়জনকে ক্লিনচিট দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। কাজের ফ্রন্টে, আরিয়ান খান একটি ওয়েব সিরিজ তৈরি করছেন। তিনি ফিল্ম মেকিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীর্ষ ধনী মুকেশ আম্বানি, প্রথমবার ধনকুবেরের তালিকায় শাহরুখ খান, কত টাকার মালিক?

কী কাণ্ড! ২০ বছর ধরে নাকি দাঁত ব্রাশ করেননি পঙ্কজ ত্রিপাঠী, কিন্তু কেন?

বাইরে মুষলধারে বৃষ্টি, ঘরে চণ্ডীপাঠে, পুজোতে কলকাতা ছেড়ে কোথায় গেলেন অপরাজিতা?

মৃত্যুর দুই সপ্তাহের মধ্যে গ্রেফতার জুবিনের ম্যানেজার ও নর্থ-ইস্ট আয়োজক, ঘটনার মোড় কোন দিকে?

নবমীতে সুখবর, দ্বিতীয়বার গর্ভবতী সোনম, ফের দাদু হতে চলেছেন অনিল কাপুর

বাদ পড়ল অবমাননাকর সংলাপ, বরুণ-জাহ্নবীর ছবির ৬০ শতাংশ ‘চুম্বন’ দৃশ্যে কাঁচি চালাল CBFC

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ