এই মুহূর্তে




বাগদানের ৬ মাস পর বিয়ে ভাঙলেন ‘বামন’ গায়ক আব্দু রোজিক, কারণ কী?




নিজস্ব প্রতিনিধি: বিয়ের অতিথিরা প্রস্তুত, কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ভাঙলেন বিশ্বের সবথেকে ছোট উচ্চতার গায়ক তথা বিগবস ১৬-প্রতিযোগী আব্দু রোজিক। কাজাখস্তানি গায়ক বেশ অনেকদিনই হল ভারতবর্ষে চলে এসেছেন। এবং ভারতে এসে নিজের ব্যবসাও শুরু করেছেন। সুপারস্টার সলমান খানও তাঁর বেশ ঘনিষ্ঠ। মাস কয়েক আগে দুবাইয়ের একজন সুন্দরী শারজাহ আমিরার সঙ্গে বাগদান সেরেছিলেন আব্দু রোজিক। বাগদানের সংবাদটি ঘটা করে সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলেন গায়ক। সঙ্গে হবু স্ত্রীর ছবিও দেখিয়েছিলেন তিনি, কিন্তু মুখ দেখাননি। এবার মনে হচ্ছে আব্দু রোজিকের বিয়ে ভেঙেছে, তাঁরা আর গাঁটছড়া বাঁধছেন না। চলতি বছরের মে মাসে তিনি বাগদানের ঘোষণা করেছিলেন।

বাগদত্তা আমিরাকে হীরের আংটি পরিয়ে সারাজীবন থাকার অঙ্গীকার দিয়েছিলেন আব্দু রোজিক। কিন্তু মুহূর্তেই সব শেষ। গত জুলাইয়ে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে সুপারস্টার সলমান খানেরও থাকার কথা ছিল। কিন্তু পরে জানা যায়, তাঁর বিয়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। কিন্তু এখন একটি সাক্ষাৎকারে গায়ক নিজেই জানিয়েছেন যে, তাঁর বিয়ে ভেঙে গিয়েছে। তবে বিয়ে ভাঙার কারণ হিসেবে আব্দু রোজিক জানিয়েছেন, ‘আমাদের সম্পর্কের উন্নতিও হয়েছিল। কিন্তু পরে আমরা কিছু সাংস্কৃতিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে কারণে আমরা সম্পর্কটা ভাঙতে বাধ্য হয়েছি।’

তিনি আরও বলেছেন, তাঁর উচ্চতার কারণে প্রতিদিনই তিনি জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাআ তাঁর এমন একজন সঙ্গী দরকার যে মানসিকভাবে শক্তিশালী হবে। তবে তিনি এখনও আশা করেন আবারও সঠিক সময় আসবে তাঁর জীবনে। এবং তিনি আবারও তাঁর ভালোবাসা খুঁজে পাবেন। তিনি তাঁর ভক্তদের সমর্থনের জন্যে ধন্যবাদও জানিয়েছেন। তবে বিয়ে ভাঙার বিষয়ে সোশ্যাল মিডিয়া সেনসেশন আব্দু রোজিক সোশ্যাল মিডিয়ায় কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। আব্দু তার স্বাস্থ্য সমস্যা সম্বোধন করে, আরও বলেছেন, “আমি আমার স্বাস্থ্যের জন্য চিরকাল কৃতজ্ঞ এবং কারণ আমি যেভাবে আছি, আপনারা সবাই আমাকে চেনেন এবং আমি এত বিশিষ্ট হয়েছি, তাই আমি নিজেকে নিয়ে কখনও দুঃখ বোধ করি না।” আবদু প্রাথমিকভাবে ৭ জুলাই দুবাইয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। বক্সিং ম্যাচের কারণে তিনি বিয়ের সময়সূচী পুনর্নির্ধারণ করেছিলেন। অন্যদিকে আবদু রোজিক একটি বিশেষ সেগমেন্ট হোস্ট করতে বিগ বস 18-এ সালমান খানের সঙ্গে যোগ দেওয়ার গুজব রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’

পুজোর মণ্ডপে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে অতিথিরা, দেখামাত্রই ধমক কাজলের

কোনও খবর না দিয়েই বিমান ছাড়তে ৪ ঘন্টা দেরি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ শ্রুতির

ফের ধর্মীয় রোষ! উত্তরপ্রদেশে ‘ডাণ্ডিয়া’ অনুষ্ঠান থেকে তাড়ানো হল ‘মুসলিম’ সঞ্চালিকাকে

ঘূর্ণিঝড় মিলটনের তাণ্ডবে তছনছ আমেরিকা, ৫০ লক্ষ ডলার অনুদান টেইলর সুইফটের

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর