এই মুহূর্তে

‘SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত’, শুনানিতে হাজির হয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি দেবের

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হলেন তারকা-সাংসদ দেব। জানা গিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছন তিনি। নথি পেশের পর বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানালেন দেব। পাশাপাশি জানালেন, SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত। অন্তত প্রবীণদের ছাড় দেওয়া হোক। বললেন, ‘আমাদের লাইনে দাঁড়াতে কোনও সমস্যা নেই। কিন্তু যাঁরা বৃদ্ধ, অসুস্থ তাঁদের লাইনে দাঁড়ানো সমস্যা। তাই কমিশনকে বলব, তাঁদের বাড়ি গিয়ে যদি প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়।’

গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এসআইআরের শুনানি। খসড়া তালিকায় যাঁদের নাম ওঠেনি, বা ২০০২ সালে যাঁদের ভোটার তালিকায় নাম নেই, বা নথিতে সামান্য গরমিল রয়েছে, মুলত সেই সকল ভোটারদের তলব করা হয়েছে শুনানিতে। কিন্তু শুনানির দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ, অসুস্থদের। যার ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এদিকে দেবের পাশাপাশি শুনানিতে ডাক পেয়েছেন জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ একাধিক বিখ্যাতরা। ঘাটালের সাংসদ দেবকে নোটিস পাঠিয়ে আজ, বুধবার হাজিরা দিতে বলা হয়েছিল। সেইমতো তিনি নির্দিষ্ট সময়েই যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে পৌঁছে যান।

সুপারস্টারকে একনজর দেখার জন্যে স্বাভাবিক ভাবেই ভিড় উপচে পড়ে। তবে গাড়ি থেকে নেমে তিনি সোজা স্কুলের ভিতরে চলে যান। এদিন সংবাদমাধ্যমে র সামনে উপস্থিত হয়ে দেব বলেন, ‘দায়িত্ববান নাগরিক হিসেবে যা কর্তব্য সেটাই করলাম। যা যা নথি চেয়েছিল সব দিলাম। তবে আমাকে অনেকে ফোন করেছেন। জানিয়েছেন বৃদ্ধ, অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে ভয় পাচ্ছেন। এক্ষেত্রে কিছু কইরা দরকার! এসআরএর ক্ষেত্রে আমাদের বয়সের নাগরিকদের কোনও সমস্যা নেই। কিন্তু সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের ৭০-৮০ উর্ধ্ব বয়স বা যাঁরা অসুস্থ তাঁদের অন্তত রিলিফ দেওয়া প্রয়োজন। তাই কমিশনের কাছে আবেদন, বিষয়টা একটু ভেবে দেখুন। একটু মানবিক হোন। নির্বাচনটা মানুষের কাছে উৎসব। তাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।’

বর্তমানে রাজ্যজুড়ে SIR আতঙ্ক। এই নিয়ে প্রতিবাদেও সরব রাজ্যের শাসকদল।এনার্মুলেশন ফর্ম বিলি শেষে খসড়া তালিকা ঘোষিত হয়েছে। ২০০২ তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নাম ওঠেনি খসড়া তালিকায়। যার ফলে শুনানিতে ডাক পেয়েছেন তাঁরা। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন দেবও। সঙ্গে তাঁর পরিবারের তিনজনকেও নোটিস ধরানো হয়েছে। তাঁদের শুনানিকেন্দ্রে হাজির হয়ে নথিপত্র দেখাতে হবে, এটাই জানানো হয়েছিল। এদিকে, দেবকে তলব নিয়ে দীর্ঘদিন ধরেই কমিশনকে নিশানা করছে তৃণমূল। অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা এবং জনপ্রতি নিধিকে এভাবে নোটিস পাঠানোল অর্থ হেনস্তা করা বোঝায়। সূত্রের খবর, দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তীতে বাবার কর্মসূত্রে মুম্বইতে চলে যান দেব এবং তাঁর পরিবার। বহু বছর পর অভিনয়সূত্রে কলকাতায় আসা তাঁর। এবং পাকাপাকিভাবে এখানেই পরিবার নিয়ে থাকতে শুরু করেন তিনি। বর্তমানে দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। পাশাপাশি তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জন্মস্থান ঘাটালের তিনবার সাংসদ হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের সাংসদ এলাকার মানুষদেরও নিয়মিত খেয়াল রাখেন তিনি। তাই এরকম একজন ব্যক্তিত্বকে এখন নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে বলছে নির্বাচন কমিশন। সঙ্গে তাঁর পরিবারের তিনজনকেও শুনানিতে ডাকা হয়েছে। এটি নিছক হেনস্থা ছাড়া আর কিছুই না বলে অভিযোগ শাসক শিবিরের। এর আগে শুনানির নোটিস পাঠানো হয়েছে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ