এই মুহূর্তে




বলিউডে ডেবিউ এড শিরানের! শাহরুখের ছবিতে হিন্দি গান গাইবেন পপ তারকা




নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত ইংরেজ গায়ক-গীতিকার এড শিরানের সর্বশেষ অ্যালবাম বর্তমানে আলোচনায় রয়েছে। যেখানের একটি গান কন্ঠ দিয়েছিলেন মেলোডি কিং অরিজিৎ সিংহ। এমনকী এই গানের ভিডিওতে একটি ক্যামিও ছিল বলিউড বাদশা শাহরুখ খানের। এই বছরের শুরুতে ভারতে “ম্যাথমেটিক্স ট্যুর” করেছেন এড শিরান। এই মিউজিক ভিডিওটি ভারতে থাকাকালীনই চিত্রায়িত করা গিয়েছেন এড শিরান। সেই সময়ে তিনি প্রকাশ করেছিলেন যে, ভারতে গানটির শুটিংয়ে তিন সপ্তাহেরও বেশি সময় ব্যয় করেছেন এড শিরান। যা কোনও মিউজিক ভিডিও চিত্রায়নের জন্য তাঁর সবচেয়ে দীর্ঘ সময়। তখনই শাহরুখ খানও তাঁর মিউজিক অ্যালবামে অভিনয় করেছিলেন ছোট চরিত্রে।

তখন থেকেই গুঞ্জন, তবে কী বাদশার আগামী ছবিতে বিশ্বখ্যাত গায়কের কন্ঠের কোনও গান শোনা যাবে? আসলে বলিউড ছবিতে ইংরেজি সঙ্গীতশিল্পী দের গান নেই বললেই চলে! যদি এমনটা হয়, তাহলে শাহরুখের আগামী ছবিতে দর্শকদের প্রধান আকর্ষণ থাকবে এই ছবি। যদিও বিষয়টি নিছকই ভক্তদের ধারণা মাত্র। এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি। যদিও ভারতীয় শিল্পীদের নিয়ে তৈরি গানটি আলোচনায় আসার কয়েকদিন পর, এড নিজেই জানিয়েছিলেন যে, তিনি বলিউডে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত। সঙ্গে এও জানিয়েছিলেন যে, তিনি শাহরুখ খানের ছবির জন্য একটি হিন্দি গানে কণ্ঠ দেবেন। মঙ্গলবার, এড এর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে পঞ্জাবি ভাষায় গাইতে দেখা গিয়েছে। এর আগে অরিজিতের সঙ্গে এড শিরানের স্কুটার চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

 

ইনস্টাগ্রামে ভাইরাল সেই ক্লিপটি শেয়ার করে অরিজিৎ লিখেছিলেন যে, “পুরো পঞ্জাবি ভার্সনের জন্য অপেক্ষা করতে পারছি না। এডের ইউটিউব চ্যানেলে পর্দার পেছনের অংশটি দেখুন! এড সেই ভিডিওতে হিন্দি ভার্সনের জন্যে গাইবেন!” এড পোস্টের জবাবে বলেছেন, “হিন্দি গানটি শাহরুখ খানের ছবির জন্যে, এটি অরিজিতের সঙ্গে এডের পঞ্জাবি ভার্সন হবে।”এড এই খবর নিশ্চিত করার পরপরই ভক্তরা নিশ্চিত যে শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর জন্য গান গাইতে চলেছেন এড। যেখানে খানের মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সি অভিনয় করছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ