এই মুহূর্তে




ছোটপর্দার অভিনেত্রীকে যৌন হেনস্থা ও মৃত্যু হুমকি, বেঙ্গালুরু থেকে গ্রেফতার বলিউড পরিচালক

নিজস্ব প্রতিনিধি: যৌন হয়রানি, প্রতারণা এবং মৃত্যু হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন অভিনেতা-প্রযোজক হেমন্ত কুমার। টেলিভিশন অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছেন রাজাজিনগর থানার পুলিশ। সূত্রের খবর, ২০১৭ সালে অভিযোগকারী টেলিভিশন অভিনেত্রীর সঙ্গে হেমন্তের পরিচয় হয়েছিল। ২০২২ সালে অভিযোগকারী হেমন্তের ছবি রিচিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অভিনেত্রীর সঙ্গে ২ লক্ষ টাকা পারিশ্রমিকের চুক্তি হয়। হেমন্ত প্রথমে অভিনেত্রীকে ৬০,০০০ টাকা অগ্রিম দিয়েছিলেন। অভিনেত্রীর অভিযোগ, ছবির শুটিং থেকে প্রচারণা মূলক কার্যক্রমের সময়, নানাভাবে তিনি হেমন্তের কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন।

হেমন্ত তাঁকে ছবির প্রচারের অজুহাতে মুম্বই নিয়ে গিয়েছিলেন, সেখানে একটি মকটেলে অ্যালকোহল মিশিয়ে তাঁকে খাইয়ে দেন। এবং সম্মতি ছাড়াই তাঁর ব্যক্তিগত ভিডিও এবং ছবিও ধারণ করেন। এমনকী হেমন্ত তাঁকে প্রকাশ্যে পোশাক পরতে, অশ্লীল দৃশ্যে অভিনয় করতে বাধ্য করেন। অনুপযুক্তভাবে স্পর্শ করেন। যাতে তিনি অস্বস্তির মধ্যে পড়েছিলেন। এবং তখন অভিনয় করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছিল। এরপর অভিনেত্রী যখন বাধা দেন, তখন হেমন্ত তাঁর পেছনে গুন্ডা পাঠিয়ে দেন। যারা অভিনেত্রী এবং তাঁর মাকে প্রাণনাশের হুমকি দেন। এরপর অভিনেত্রী বাধ্য হয়ে রাজাজিনগর থানায় হেমন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এখন পুলিশ হেমন্তকে গ্রেফতার করে আদালতে হাজির করেছেন।

তিনি হেমন্তের বিরুদ্ধে একটি চেক দেওয়ার অভিযোগও করেছিলেন। যা পরে বাউন্স হয়ে গিয়েছিল। এছাড়াও, হেমন্ত কুমারের বিরুদ্ধে সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই ছবিটির সম্পাদিত এবং সেন্সরবিহীন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ রয়েছে। যাতে অভিনেত্রীর ব্যক্তিগত তথ্য রয়েছে। তাই অভিনেত্রীকে জনসমক্ষে মানহানি করার অভিযোগ আনা হয়েছে হেমন্তের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে যে হেমন্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালীন বিচার বিভাগীয় আটক রাখা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে নাকি মেয়ে, ভিকি-ক্যাটরিনার কোল আলো করে আসবে কে? ভবিষ্যদ্বাণী করলেন এই জ্যোতিষী

মেহেন্দি দিয়েই নিকের প্রতি ভালবাসা প্রকাশ, আমেরিকায় করওয়া চৌথ উদযাপনে প্রস্তুত দেশি গার্ল

বক্স অফিসে সুনামি, ৭ দিনেই ৩০০ কোটির গণ্ডি পেরোল কান্তারা ১

TRP-তে তোড়ফোড়! ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে এগিয়ে কে?

২০২৬ থেকে ব্রিটেনে ছবি তৈরি করবে যশরাজ ফিল্মস, ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

জুবিনের মৃত্যুতদন্তে SIT-কে সাহায্য, ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ তুলে দিলেন সঙ্গীতশিল্পী মানস রবিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ