এই মুহূর্তে




বউকে কাছে না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের, কেমন আছেন নেটপ্রভাবী?




নিজস্ব প্রতিনিধিঃ সাঙ্ঘাতিক ঘটনা! হাসপাতালে অক্সিজেন মুখে নিয়ে শুয়ে আছেন হিরো আলম, আচমকাই কী হল বাংলা দেশের আলোচিত ইউটিউবারের? নানারকম কৌতুক ভিডিও বানিয়ে সর্বদা মানুষকে হাসিতে রাখেন হিরো আলম। যদিও এর জন্যে কম বিতর্কের মুখে পড়তে হয়নি তাঁকে। একাধিকবার বাংলাদেশের গণনির্বাচনে না লিখিয়েও জয়ী হওয়ার স্বপ্ন তাঁর কখনই পূরণ হয়নি। যাই হোক, এবার হিরো আলমের হাসপাতালে শয্যাশায়ী অবস্থার একটি ছবি ঝড়ের বেগে ভাইরাল হল। কিন্তু কী হয়েছে তাঁর? জানা গিয়েছে, স্ত্রী রিয়া মনিকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জনপ্রিয় ইউটিউবার। বগুড়ায় ধুনট উপজেলায় একজন ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে গিয়ে বিষপান করেছেন হিরো আলম। এরপর তাঁকে অবচেতন অবস্থায় আজ দুপুর ১২ টা নাগাদ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তাঁর বন্ধু। তবে সময়মতো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এই যাত্রায় তিনি বেঁচে গিয়েছেন। এবং চিকিৎসকেরা জানিয়েছেন তিনি আপাতত শঙ্কামুক্ত।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ হিরো আলম বগুড়া থেকে ভান্ডারবাড়ি গ্রামে তাঁর নাট্যকার বন্ধু জাহিদ হাসানের বাড়িতে গিয়েছিলেন। রাতে দুই বন্ধুর মধ্যে রিয়ামনিকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়, তারপর দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকাল ১১ টা নাগাদ হিরো আলমকে ঘুম ডেকে তুলতে যান তাঁর বন্ধু। কিন্তু ঘুম থেকে ওঠেননি হিরো। তার পাশেই পড়েছিল ঘুমের ওষুধের শিশি। তা দেখেই বন্ধু বুঝতে পারেন হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর তড়িঘড়ি তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বন্ধু। আসলে দিন কয়েক আগেই আপত্তিকর অবস্থায় প্রেমিকের সঙ্গে রিয়ামনিকে দেখে ফেলেন হিরো আলম। এরপর পাড়া প্রতিবেশী প্রেমিক ও রিয়ামনিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেন। এই ঘটনায় ভেঙে পড়েছেন হিরো আলম। স্ত্রীকে হাতেনাতে ধরে ফেললে হিরো আলমকে মারধর করেন রিয়ামনি।

এরপরই পাড়া প্রতিবেশী প্রেমিক ও রিয়ামনিকে গণধোলাই দেন। এখনও রিয়ামনির সঙ্গে ডিভোর্স হয়নি হিরো আলমের। তাই হতাশাগ্রস্ত তিনি। এই কারণেই হয়তো আত্মহত্যার চেষ্টা করেছেন হিরো আলম। এ বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর জানিয়েছে যে, ‘দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়া মনিকে নিয়ে অনেক হতাশার কথা বলেছিলেন। হিরো আলম জানিয়েছিলেন, যেখানে যান সেখানে লোকজন তাঁকে বিরক্ত করেন। নানান প্রশ্ন করেন। একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা রিয়ামনিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আমি তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।’ তবে চিকিৎসক হিরৈ আলমকে বগুড়া থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করলেও কেউ তাঁকে নিয়ে যেতে চাইছেন না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ