নিজস্ব প্রতিনিধি: অভিনেতা জ্যাকি শ্রফ, কয়েক যুগ ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন। কিন্তু যারা প্রচন্ড নেটস্যাভি, তাঁদের ক্ষেত্রে অজানা নয় যে, তিনি শুধুই একজন দক্ষ অভিনেতা নন, একজন সুস্বাদু রন্ধন শিল্পীও বটে। বর্তমানে তিনি অভিনয়ের থেকেও তাঁর রান্নার শিল্পকে বেশি জোর দিচ্ছেন। মাঝে মধ্যেই বিভিন্ন স্টাইলের ঘরোয়া রান্নার রেসিপির খোঁজ দিয়ে থাকেন অভিনেতা। কিন্তু সম্প্রতি সেই রান্না পোস্ট করতেই নেটিজেনদের তুমুল কটাক্ষের শিকার হলেন অভিনেতা। ইন্টারনেটে তিনি ‘জগ্গু দাদা’ নামেই পরিচিত। খাবারের সঙ্গে জ্যাকি শ্রফের প্রেমের সম্পর্ক অনেকদিনের। সম্প্রতি তিনি ‘আন্দা কাদিপাথা’, ‘দেশি বাইঙ্গান’ এবং ‘ভিন্ডি কি সবজি’-এর মতো মজাদার রেসিপি গুলির সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছেন। যার নাম দিয়েছেন ‘ফার্ম টু টেবিল’, এদিন সেই খাবারের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নেটিজেনরা তাঁর স্বাস্থ্যকর খাবারে খুঁজে পেলেন মরা মাছি। আর তা নিয়েই অভিনেতাকে একেবারে ছেঁকে ধরেছেন নেটবাসী।
যদিও তাঁর রন্ধনসম্পর্কীয় এক্সপেরিমেন্টগুলি শুধু ভারতে নয়, বিশ্বের নেটিজেনদের কাছেও ব্যপক প্রশংসিত। রন্ধন প্রেমিকের পাশাপাশি তিনি মনেপ্রাণে একজন পরিবেশবাদী। প্রায়শই তিনি গাছের নানা উপকরণ দিয়ে খাবার বানান। এবার সেখানেই বিপত্তি। রেসিপিতে তার প্রতিশ্রুতি তার জন্য অত্যন্ত গর্বের উৎস। তাঁর খাবারগুলির মধ্যে ডাল এবং শাকসবজি সহ বিভিন্ন ধরণের রেসিপি ছিল। সেখানেই ডালে নজর পড়ল একটি মাছির।ক্লিপটিতে, জ্যাকি একটি ছোট টেবিলে বিভিন্ন থালা-বাসন দিয়ে বাইরে বসেছিলেন। তার খাবারের মধ্যে ছিল রোটি (চাপাটি), করলা কি সবজি (করলার তরকারি), ডাল (ডাল), তরকারি এবং সালাদ সহ অন্যান্য খাবার। তার খাবারের ক্লোজআপ ভিউ দেওয়ার পরে এবং এটি সম্পর্কে কথা বলার পরে, তিনি চারপাশের সবুজের দিকে ক্যামেরাটি দেখিয়েছিলেন। ক্লিপটিতে দেখা যাচ্ছে, জ্যাকি একটি ছোট টেবিলে বিভিন্ন থালা-বাসন খাবারের থালা সাজিয়ে রেখেছেন। তাঁর খাবারের মধ্যে ছিল রোটি (চাপাটি), করলা কি সবজি (করলার তরকারি), ডাল (ডাল), তরকারি এবং স্যালাড। তার খাবারের ক্লোজআপ ভিউ দেওয়ার পরেই ভক্তদের নজরে পড়ে ডালের মধ্যে মরা মাছির।
একজন নেটিজেন তা দেখিয়ে বললেন, “ডালে মাছি মরা পড়ে রয়েছে। আমিই কি এটা ঠিক দেখছি?” যার জবাবে জ্যাকি উত্তরে বলেন, “আমি জঙ্গলে বসে আছি।”সম্প্রতি জ্যাকি শ্রফকে “জেলার” ছবিতে একটি নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল। সান পিকচার্স প্রযোজিত এবং নেলসন দিলীপকুমার পরিচালিত এই মুভিতে কিংবদন্তি রজনীকান্ত ছাড়া আর কেউই প্রধান ভূমিকায় অভিনয় করেননি। জ্যাকি শ্রফের একজন খাদ্য অনুরাগী থেকে পরিবেশ সচেতনতার যাত্রা সত্যিই অসাধারণ।