32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:42 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২২ সালের শেষের দিকেই স্বনামধন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর আসন্ন বাংলা চলচ্চিত্রের কথা ঘোষণা করেছেন। যা শোনামাত্রই সক্কলে একেবারে নস্টালজিক হয়ে গিয়েছেন। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী এবার পর্দায় তুলে ধরতে চলেছেন সৃজিত। ইতিমধ্যেই ছবির নাম ঘোষণা হয়ে গিয়েছে, ‘পদাতিক’। তবে ছবির কাস্টদের নাম ঘোষণার পর থেকেই উত্তেজনা চরমে উঠেছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন, বাংলাদেশের প্রথম সারির অভিনেতা চঞ্চল চৌধুরী এবং তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বাংলার দুষ্টু-মিষ্টি অভিনেত্রী মনামি ঘোষ। এপার-ওপার দুই বাংলাতেই দারুণ প্রশংসিত অভিনেতা চঞ্চল চৌধুরী, এবার তাঁকেই দেখা যাবে বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি পরিচালকের ভূমিকায়।
কেমন অভিজ্ঞতা নায়কের? মৃণাল সেনের লুকে চঞ্চলের কয়েকটি ছবি ইতিমধ্যেই হৈচৈ ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় দু দশকের কেরিয়ারে এই প্রথম কোনো বায়োপিক চলচ্চিত্রে দেখা যাবে চঞ্চলকে। মৃণাল সেনের ভূমিকায় অভিনেতার অভিজ্ঞতা সম্পর্কে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে চঞ্চল জানিয়েছেন, মৃণাল সেনের মতো এত বড় ব্যক্তিত্বের চরিত্র করা খুবই ব্যাপার। চরিত্রটি তাঁর জন্য মোটেও সহজ নয়। জীবনীভিত্তিক সিনেমায় দর্শকরা মুখ্য চরিত্রকে হুবহু দেখতে চান। তাই এই মুহূর্তে ভয়ে আছেন তিনি। মৃণাল সেনের আদল, হাঁটাচলা, অঙ্গিভঙ্গি সবটাই রপ্ত করতে হচ্ছে তাঁকে।
চঞ্চল আরও জানান, কাজটির জন্য তাঁর বড় রকমের প্রস্তুতির দরকার ছিল, কিন্তু অভিনেতার বাবার মৃত্যুর পর নিজেকে তৈরি করার সময় পাননি তিনি। তারপরও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাষাগত দিক দিয়ে অভিনেতার একটি সমস্যা হচ্ছে। কারণ কলকাতার বাংলার উচ্চারণ বাংলাদেশের মতো নয়। অন্তত দু-তিন মাসের প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালে কাজটি অন্য রকম হতো বলে মনে করেন কারাগার অভিনেতা। সিনেমায় মৃণাল সেনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছয়টি লুক দেখানো হবে। অভিনেতার কথায়, ‘কাজটি কঠিন হলেও যদি ঠিকঠাকমতো করা যায় তাহলে এটি একটি ঐতিহাসিক কাজ হবে।” অন্যদিকে সৃজিতের এটিই প্রথম কাজ চঞ্চলের সঙ্গে। পরিচালকের কথায়, মৃণাল সেনকে নিয়ে পুরোপুরি গবেষণা করেই কাজ শুরু করেছেন তিনি। তিন ধাপে শুটিং শেষ হবে। ১০ থেকে ২০ ফেব্রুয়ারি কলকাতায় দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। সিনেমার শেষ ধাপের দৃশ্যধারণ হবে ইতালিতে।