এই মুহূর্তে




‘আলো আসছে’, দেবা দেবা এ আলোর খেলায় মত্ত রণবীর

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় গান ‘দেবা দেবা’র প্রথম ঝলক। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে এই গানের ঝলক শেয়ার করে নিয়েছেন আলিয়া ভাট। আগামী ৮ অগাস্ট মুক্তি পাবে এই গানটি। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আলো আসছে।’ ছবিতে শিবের চরিত্রে দেখা যাবে রণবীরকে। ইশার ভূমিকায় রয়েছেন আলিয়া। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়, ক্যামিও চরিত্রে রয়েছেন ডিম্পল কাপাডিয়া। এছারাও ছবির ট্রেলারে একঝলক কিং খানকে দেখতে পেয়েছিলেন তাঁর ভক্তরা। কাজেই তিনি যে এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে রয়েছেন তা ধারনা নেটিজেনদের। 

বিগত ৬ বছর পর মুক্তি পাচ্ছে অয়ন মুখোপাধ্যায়ের এই বহু প্রতীক্ষিত ছবি। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে তা। উল্লেখ্য এই ছবিই রালিয়া জুটির প্রথম ছবি। এই ছবির শুটিং এই ভালবাসা শুরু হয় তাঁদের। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালয়লম ও কন্নড় ভাষায় দেখা যাবে ছবিটি। আগামী ছবি মুক্তি ঘিরে যারপরনাই উচ্ছ্বসিত রণবীর ও আলিয়া। গত ১৪ এপ্রিল বিয়ে করেছেন তাঁরা। কিন্তু কাজের থেকে সময় বের করে সেই অর্থে নিজেদের জন্য সময় পাননি। কাজের ব্যস্ততায় হয়ে ওঠেনি হানিমুনও।

সদ্য হলিউডের ছবির শুটিং সেরে ফিরেছেন আলিয়া। সন্তানসম্ভবা আলিয়া যেভাবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকে যথেষ্ট প্রশংসা পেয়েছে। পাশাপাশি নিজের আগামী ছবি ‘ডার্লিংস’ এর প্রমোশন সেরেছেন আলিয়া। প্রেসমিটে ঘলুদ রঙের বেলুন ড্রেসে সূর্যমুখির মতই উজ্জ্বল লাগছিল তাঁকে। শেষ করেছেন করণ জহরের ‘রকি আউর রাণি কি প্রেম কাহানি’ ছবির কাজ। অন্যদিকে মুক্তি পেয়েছে রণবীরের ‘শামশেরা’। যদিও  বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি এই ছবি। তবে এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করলেন রণবীর। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে নাকি মেয়ে, ভিকি-ক্যাটরিনার কোল আলো করে আসবে কে? ভবিষ্যদ্বাণী করলেন এই জ্যোতিষী

মেহেন্দি দিয়েই নিকের প্রতি ভালবাসা প্রকাশ, আমেরিকায় করওয়া চৌথ উদযাপনে প্রস্তুত দেশি গার্ল

বক্স অফিসে সুনামি, ৭ দিনেই ৩০০ কোটির গণ্ডি পেরোল কান্তারা ১

TRP-তে তোড়ফোড়! ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে এগিয়ে কে?

২০২৬ থেকে ব্রিটেনে ছবি তৈরি করবে যশরাজ ফিল্মস, ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

জুবিনের মৃত্যুতদন্তে SIT-কে সাহায্য, ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ তুলে দিলেন সঙ্গীতশিল্পী মানস রবিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ