এই মুহূর্তে




‘ভগবান দেখছে’, চাঁদাবাজি, অপহরণের অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন পূজা




নিজস্ব প্রতিনিধি: কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল বর্মা। দিন কয়েক আগেই তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন প্রযোজক শ্যামসুন্দর দে। তিনি জানিয়েছিলেন, সপরিবারে গোয়া ঘুরতে গিয়েছিলেন বাংলা চলচ্চিত্র প্রযোজক। দিন কয়েক থাকার পরে তাঁর মেয়ে ও স্ত্রী ফিরে আসেন। কিন্তু কিছু কাজের কারণে তিনি সেখানে থেকে যান। তখনও পূজা ও কুণালের সঙ্গে ভালই কথাবার্তা হয়েছে তাঁর। কোনও বাদানুবাদে জড়াননি তিনি। কিন্তু গত ৩১ মে যখন ভাড়া করা একটি গাড়িতে চেপে গন্তব্যে যাচ্ছিলেন শ্যামসুন্দর দে, তখনই তাঁর রাস্তা আটকান পূজা ও কুণাল। তাঁদের সঙ্গে গুণ্ডার দলও ছিল। এরপর তাঁকে জোর করে গাড়ি থেকে নামিয়ে তাঁদের গাড়িতে তোলেন পূজা ও কুণাল। এক মুহূর্তের জন্যে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন, এরপর শ্যামসুন্দরকে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখেন তারকা যুগল। যদিও মুক্তিপণ নয়, শ্যামসুন্দরকে আটকে রেখে পাওনা টাকা দাবি করেছিলেন পূজা ও কুণাল। তাঁরা চলচ্চিত্র নির্মাতার কাছে ২৩ লাখ টাকা দাবি করেছিলেন। এমনটাই অভিযোগ করেছিলেন প্রযোজক।

পাশাপাশি তিনি আরও বলেন, পূজা তার “বোনের” মতো। কিন্তু কুণাল যখন তাঁকে টাকার জন্য হুমকি দিয়েছিল তখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। পূজার সামনেই কুণাল এবং অন্যান্য লোকেরা তাঁকে মারধর করেছে, ফোনও কেড়ে নিয়েছে। তবে, তার কাছে একটি গোপন ফোন ছিল। সেটা ব্যবহার করেই তিনি স্ত্রীর কাছে তার অবস্থান পাঠিয়েছিলেন এবং বাথরুমে গোপনে একটি ভিডিও রেকর্ড করে পাঠিয়েছিলেন। তারা তাঁকে সম্পত্তির কাগজপত্রে স্বাক্ষর করার জন্যেও চাপ দিয়েছিলেন। এরপরে দে-র স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এবং পুলিশ ৪ জুন গোয়া থেকে তাঁকে উদ্ধার করেন। এরপরেই অপহরণ, চাঁদাবাজি, নির্যাতনের অভিযোগে তারকা যুগলের বিরুদ্ধে FIR দায়ের করেন শ্যামসুন্দর দে। কিন্তু এতদিন এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন পূজা বন্দোপাধ্যায় এবং তাঁর স্বামী অভিনেতা কুণাল ভার্মা।

 

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

অবশেষে এ বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি নোট লিখে অভিযোগগুলিকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন। শুক্রবার পূজা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, “আমরা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ সময়ে যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং যারা আমাদের বিরুদ্ধে ছড়ানো মিথ্যাচারে বিশ্বাস করছেন, ঈশ্বর তাদেরও আশীর্বাদ করুন। আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আপনারা জানেন যে ঈশ্বর দেখছেন।” অবশ্য সম্প্রতি পূজা জানিয়েছিলেন যে, তাঁদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য। একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। একটা মোটা অঙ্কের টাকা চোট হয়েছে তাদের থেকে। সবটা কষ্টার্জিত অর্থ ছিল তাঁদের। এরপর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ