নিজস্ব প্রতিনিধি: এবার আর ঈদে নয়, দীপাবলিতে মুক্তি পেয়েছে সলমানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ৩’। এই ছবির মাধ্যমেই বহু বছর পর জুটি বাঁধলেন সলমান খান এবং ক্যাটরিনা কাইফ। বিয়ের পর ক্যাটরিনার এটি দ্বিতীয় ছবি। প্রথম ছবি ‘ফোন ভূত’ একেবারে মুখ থুবড়ে পড়েছিল। তবে প্রাক্তনের সঙ্গে ক্যাটরিনার টাইগার ৩-একেবারে পরতে পরতে উপভোগ করেছেন দর্শকমহল।
যার ফলাফল মিলল বক্সঅফিসে। বিশ্বকাপের ফাইনালে টাইগার ৪-এর আভাস দিয়েছিলেন সলমান খান। দেখতে দেখতে ৯ দিন হয়ে গেল টাইগার ৩-এর মুক্তির বয়সকাল। এখন কত রোজগার করল টাইগার ৩? ছবিতে সলমান ও ক্যাটরিনার সঙ্গে নেগেটিভ ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। স্পাই থ্রিলারটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। বিশ্বকাপ ফাইনালের দিন থেকেই ছবির আয় নিম্নমুখী। সোমবার থেকে সপ্তাহের বাকি দিনগুলিতে, চলচ্চিত্রটির সংখ্যা ধীরে ধীরে হ্রাস পেতে পারে বলে মনে করছেন বাণিজ্যিক বিশেষজ্ঞরা। গত সপ্তাহের শেষে ভারতীয় বাজারে ছবিটির আয় ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। দীপাবলিতে ছবিটি দেখার জন্য তাঁর ভক্তরা প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন।
২০ নভেম্বর, সোমবার, ছবিটি ভারতে ৬.৫ কোটি টাকা নেট আয় করেছে বলে অনুমান। ছবিটি ভারতে ২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। এখন ভারতে এই ছবির নয় দিনের মোট সংগ্রহ ২৩৬.৪৩ কোটি টাকা। ২০ নভেম্বর, ছবিটি প্রেক্ষাগৃহে ১২.৯৪ শতাংশ দখল করেছিল। ‘টাইগার 3’ YRF স্পাই ইউনিভার্সে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’ অনুসরণ করে। ছবিটিতে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে যথাক্রমে অবিনাশ এবং জোয়া চরিত্রে তাদের ভূমিকা পুনরায় দেখা যায়। মনীশ শর্মা পরিচালিত, ‘টাইগার 3’ প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন। এর সাউন্ডট্র্যাক প্রীতম কম্পোজ করেছেন, আর ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তনুজ টিকু। জানা গেছে, ‘টাইগার 3’ আনুমানিক ৩০০ কোটি টাকার বাজেটে তৈরি করা হয়েছিল, এইভাবে এটিকে যশ রাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে পরিণত করেছে।