এই মুহূর্তে




৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ, দফতরে ডেকে শিল্পাকে ‘ম্যারাথন’ জিজ্ঞাসাবাদ EOW-র

নিজস্ব প্রতিনিধি: ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় বর্তমানে তদন্তাধীন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। শুধু তাই নয়, রাজ কুন্দ্রার নামে আরও অভিযোগ রয়েছে যে, তিনি মোট অর্থের প্রায় ১৫ কোটি টাকা শিল্পা শেট্টির মালিকানাধীন একটি সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। এই ঘটনায় মাস কয়েক আগেই শিল্পা শেট্টি ও তাঁর স্বামীর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ মুম্বই পুলিশের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে যেতে পারবেন না তারকা জুটি। সূত্রের খবর, সম্প্রতি ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় শিল্পা শেট্টি কে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশের অর্থনৈতিক কর্মকাণ্ড দফতর। তাঁরা অভিনেত্রীকে প্রায় চারঘণ্টা রও বেশি সময় ধরে এই বিষয়ে তাঁর ভূমিকা এবং আর্থিক জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন বলে সূত্রের খবর। কর্মকর্তারা টাকা স্থানান্তরের বিষয়টিও অভিনেত্রীর কাছে জানতে চেয়েছেন বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত, এই মামলায় রাজ কুন্দ্রা-সহ পাঁচজনের বক্তব্য কর্তৃপক্ষ রেকর্ড করেছে। আরও জানা গিয়েছে যে, জিজ্ঞাসাবাদের সময় শিল্পা ব্যাঙ্ক স্টেটমেন্ট সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন। তার বিজ্ঞাপনী সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংঘটিত লেনদেন সম্পর্কেও পুলিশকে বিস্তারিত তথ্য দিয়েছেন। পুলিশ অভিনেত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়েছে, যা কর্মকর্তারা এখন পরীক্ষা করছেন। সেপ্টেম্বরে, মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার বক্তব্য রেকর্ড করেছিল। তখন মুম্বই পুলিশ জানিয়েছিল, “৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে তদন্ত চলছে। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার বিরুদ্ধে সমন জারি করেছে। তদন্তের জন্য তাকে পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছে।”

এদিকে গত ২ থেকে ৫ অক্টোবর থাইল্যান্ডের ফুকেটে পারিবারিক ছুটি কাটাতে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়েছিলেন রাজ-শিল্পা, কিন্তু বোম্বে হাইকোর্ট তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে। তারা মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) দ্বারা জারি করা লুকআউট নোটিশ স্থগিত চেয়ে একটি আবেদন দায়ের করেছিলেন, কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছে। শিল্পা ও রাজের আইনজীবী নিরঞ্জন মুন্ডারগি, কেরাল মেহতা যুক্তি দিয়েছিলেন যে, তাদের বিরুদ্ধে ২০২১ সালে মামলা থাকা সত্ত্বেও, দম্পতি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছিলেন এবং তদন্তে সহযোগিতা করার জন্য ফিরে এসেছিলেন। তাই তারা দাবি করেছিলেন যে, বর্তমান তদন্ত চলাকালীন তাদের ভ্রমণের অনুমতি দেওয়া উচিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে নাকি মেয়ে, ভিকি-ক্যাটরিনার কোল আলো করে আসবে কে? ভবিষ্যদ্বাণী করলেন এই জ্যোতিষী

মেহেন্দি দিয়েই নিকের প্রতি ভালবাসা প্রকাশ, আমেরিকায় করওয়া চৌথ উদযাপনে প্রস্তুত দেশি গার্ল

বক্স অফিসে সুনামি, ৭ দিনেই ৩০০ কোটির গণ্ডি পেরোল কান্তারা ১

TRP-তে তোড়ফোড়! ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে এগিয়ে কে?

২০২৬ থেকে ব্রিটেনে ছবি তৈরি করবে যশরাজ ফিল্মস, ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

জুবিনের মৃত্যুতদন্তে SIT-কে সাহায্য, ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ তুলে দিলেন সঙ্গীতশিল্পী মানস রবিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ