এই মুহূর্তে

শুটিংয়ে গিয়ে চরম বিপত্তি, করাতে হল অস্ত্রোপচার, কী হয়েছে মিঠাই রানির?

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ায় তিনি ‘মিঠাই’ নামেই পরিচিত। তাঁর অভিনয় গুনে জি বাংলায় ‘মিঠাই’ ধারাবাহিকটি চলেছিল দীর্ঘদিন। প্রায় ৩ বছর ধরে রাজত্ব করার পর শেষ হয় ধারাবাহিক। আর এই মেগার হাত ধরেই কেরিয়ারের অনেক শীর্ষে পৌঁছে যান সৌমিতৃষা কুণ্ডু। তাঁর অভিনয়, দুষ্টু-মিষ্টি আদব-কায়দা, সবেতেই মুগ্ধ দর্শক। তাইতো সিরিয়াল শেষ হওয়ার পরেই সুযোগ পেয়ে যান তিনি বড় পর্দায় অভিনয়ে, দেবের সঙ্গে জুটি বেঁধে উপহার দেন ‘প্রধান’। ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে।

কিন্তু দর্শক মহলে তিনি এখনও ‘মিঠাই’ নামেই পরিচিত। তবে বড় পর্দায় সুনাম পাওয়ার পর আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। তবে বিজ্ঞাপন, ফটোশুটের কাজ চলছে। আর তাতেই নেমে এলো ঘোর বিপদ। সম্প্রতি একটি শুটিংয়ে গিয়ে ঘটল বিপত্তি। শহরের অভিজাত এক হোটেলে চলছিল তাঁর শুটিং। সূত্রের খবর, এদিন শুটিংয়ে তিনটে সিড়ি টপকাতে গিয়ে পা মচকে পড়ে যান অভিনেত্রী। রীতিমতো রক্তারক্তি কাণ্ড, অগত্যা নিয়ে যেতে হয় হাসাপাতালে, তড়িঘড়ি অস্ত্রোপচার করাতে হয়। তবে এখন কেমন আছেন সৌমিতৃষা? আসলে সিরিয়াল বা সিনেমার কলাকুশলীদের শুটিংয়ে গিয়ে আহত হওয়ার বিষয়টা খুব একটা অজানা নয়। কারণ রূপোলি পর্দার নায়ক-নায়িকাদের জীবনে যেমন গ্ল্যামার রয়েছে, তেমনই তাকে ফুটিয়ে তুলতে করতে হয় হাড়ভাঙা খাটুনি।

তা করতে গিয়েই পড়তে হয় বিপাকে। আর শুটিংয়ে বিপত্তির কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন কয়েকটি ছবি পোস্ট করে, যেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রীর পায়ের নখে বাঁধা ব্যান্ডেজ, যা ভিজে আছে রক্তে। পায়ের আঙুলে ড্রেসিং করা। এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমে সৌমিতৃষা বলেছেন, ফটোশুট করতে গিয়েই হোটেলের সিঁড়ি থেকে পড়ে পা মোচকে নখ উপরে উঠে যায় তাঁর। শুটিং এই বিপত্তি ঘটতেই প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তবে বাড়ি ফিরতেই যন্ত্রণা শুরু হলে হাসপাতালে যেতে হয় এবং পায়ে ছোট অস্ত্রোপচার করতে হয়।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ