-273ºc,
Friday, 9th June, 2023 3:37 am
নিজস্ব প্রতিনিধি: বলিউডের তৎকালীন প্রজন্মের অন্যতম শীর্ষতম হিরোইন অভিনেত্রী মন্দাকিনী। ৮০-র দশকে ‘রাম তেরি গঙ্গা মেঈলি’ ছবি দিয়ে তা যাত্রা শুরু। পাতলা ফিকফিকে সাদা শাড়ি পরে, ঝর্ণার তলায় মন্দাকিনীর সেই আশ্চর্য লুক সেই সময়ে পুরুষ হৃদয়ে একেবারে হিল্লোল তুলে দিয়েছিল। তবে একটা দুটো সিনেমা করেই অভিনয়কে বিদায় বলেছিলেন তিনি, সংসার, সন্তান মানুষ করতেই জীবনকে অতিবাহিত করে তুলেছিলেন তিনি। যদিও গত বছরেই ছেলের হাত ধরে অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি।
একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। বলিউডে সেই সময়ের একজন দাপুটে অভিনেত্রী ছিলেন মন্দাকিনী। যাই হোক, সম্প্রতি প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী তাঁর অভিনয় জীবনের প্রাথমিক দিনগুলি স্মরণ করলেন। জানালেন, কোনও বিরতি না পেয়ে দীর্ঘ ঘন্টা শুটিং করার অভিজ্ঞতা। সমস্ত সহ-অভিনেতার সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিতে পছন্দ করতেন তিনি এবং তিনি সেই দিনগুলি মিস করেন।
৫৯ বছর বয়সী অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁর একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, “আমার সেই দিনগুলির কথা মনে আছে যখন আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল এবং কখনও কখনও আমাদের সকাল পর্যন্ত শুটিং করতে হয়েছিল।” মন্দাকিনী, বলিউডের অনেক জনপ্রিয় অভিনেতা যেমন রাজীব কাপুর, মিঠুন চক্রবর্তী, আদিত্য পাঞ্চোলি, গোবিন্দ-সহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর সময়ের তারকাদের সঙ্গে কাজ করতে তিনি খুবই পছন্দ করতেন। অভিনেত্রীর এই পোস্টে ইতিমধ্যেই অনেক ভক্তরা কমেন্ট করেছেন। মন্দাকিনী, চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা ম্যালি’ ছবিতে অভিনয় ছাড়াও ‘ডান্স ডান্স’, ‘প্যায়ার কারকে দেখা’, ‘পেয়ার মহব্বত’, ‘কমান্ডো’, ‘দুশমন’-ছবিতে কাজ করেছেন।