এই মুহূর্তে




‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আর ১০ দিনের অপেক্ষা। তারপরেই মুক্তি পাবে আমির খান অভিনীত সিতারে জমিন পর। স্প্যানিশ ফিল্ম ‘চ্যাম্পিয়ন্স’-এর হিন্দি অ্যাডপ্টেশন সিতারে জমিন পর নিয়ে সিনেপ্রেমীদের আশা অনেক। আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবিটি ২০০৭ সালে চূড়ান্ত প্রশংসিত “তারে জমিন পার”-এর সিকুয়্যাল হিসেবে আসতে চলেছে। সিতারে জমিন পর সিনেমায় এসেছেন দশজন বিশেষভাবে সক্ষম নতুন অভিনেতা। তাঁরা নিঃসন্দেহে দর্শকদের আলোকিত এবং অনুপ্রাণিত করার চেষ্টা করবেন।

সমাজ সচেতনমূলক সিতারে জমিন পরের ট্রেলার ও গান আগেই মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই নয়, পেয়েছে ভূয়সী প্রশংসা। প্রত্যেকটি ক্ষেত্র থেকে এই সিনেমার গান ও ট্রেলার নিয়ে হয়েছে ইতিবাচক আলোচনা। বিশিষ্ট লেখক এবং সমাজসেবী সুধা মূর্তি সম্প্রতি সিতারে জমিন পর-এর একটি বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন। তারপরেই সিনেমাটি সম্পর্কে ভূয়সী প্রশংসা ঝরে পড়েছে তাঁর কণ্ঠ থেকে।

সুধা মূর্তি সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, “সিতারে জমিন পর আমি দেখেছি। এটি আমির খানের প্রোডাকশনের, আমির খান নিজে এতে অভিনয় করেছেন। এটি একটি চোখ খুলে দেওয়ার মতো সিনেমা।  এই ধরণের শিশুদের অনেকেই বোঝেন না। এরা খুব সংবেদনশীল এবং খাঁটি হৃদয়ের হয়। তারা সবসময় হাসে কারণ জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি খুব সহজ। যখন কেউ এমন কিছু অর্জন করে যা আপনি অর্জন করেননি, মনে করা উচিত তখনও আপনি উপভোগ করছেন যখন সে সেটা উপভোগ করছে।”

সুধা মূর্তির মতে ছবিটি বৃহত্তর বার্তা দিতে পারে। তিনি বলেন, “এই ছবিটিতে এক অপূর্ব শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। এই ছবিটি আসলে অনেক পরিবর্তন আনতে পারে এবং মানুষকে বৌদ্ধিক অক্ষমতার বিষয়ে সংবেদনশীল করে তুলতে পারে। তাদের অবজ্ঞা করা উচিত নয়।”

আমির খান প্রোডাকশনের ব্যানারে আমির খান এবং অপর্ণা পুরোহিত প্রযোজিত ‘সিতারে জমিন পর’-এ জেনেলিয়া দেশমুখও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

এই সিনেমায় গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, চিত্রনাট্য লিখেছেন দিব্যি নিধি শর্মা এবং সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। সিনেমাটি পরিচালনা করেছিলেন আর.এস. প্রসন্ন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

চলন্ত এক্সপ্রেসে নাবালিকাকে যৌন ইঙ্গিত, অভিযুক্ত ব্যক্তিকে মাটিতে ফেলে পেটালেন যাত্রীরা

দু’দিন আগেই রাঙা হয়েছিল সিঁথি, বিমান দুর্ঘটনায় মুছল নববধূর সিঁদুর

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

পাল্টা হামলা চালাবে ইরান, আগেভাগেই সতর্ক হচ্ছে ইজরায়েল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ