-273ºc,
Tuesday, 30th May, 2023 1:29 pm
নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে চলেই এলো শুভদিন। ইতিমধ্যেই রাজকীয় সঙ্গীত এবং মেহেন্দি অনুষ্ঠান হয়ে গিয়েছে অভিনেত্রী হনসিকা মোতওয়ানির। অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসা থেকেই চর্চায় রয়েছেন হনসিকা। তাঁর বিয়ের যাবতীয় আপডেট প্রতিনিয়তই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথা অনুযায়ী, সকালেই হয়ে গিয়েছেন অভিনেত্রীর গায়ে হলুদ পর্ব। দীর্ঘদিনের প্রেমিক সোহেল কেই বিবাহ করতে চলেছেন নায়িকা। যিনি কিনা অভিনেত্রীর ব্যবসায়িক অংশীদার ছিলেন। এবার অভিনেত্রীর জীবনেরও অংশীদার হয়ে গেলেন সোহেল ঠাকুরিয়া। জয়পুরে বসেছে অভিনেত্রীর বিবাহ আসর। ঘনিষ্ঠ বন্ধু এবং পারিবারিক সান্নিধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী।
গতকাল একটি স্বপ্নময় সঙ্গীতানুষ্ঠানের পর, আজ দুপুরে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে হলদি অনুষ্ঠান সেরেছেন অভিনেত্রী। সাদা এবং হলুদ পোশাকে তাঁর মুখে স্পষ্ট হলুদের ছটা। ইতিমধ্যেই বিবাহ সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। যদিও এখনও কোনও আপডেট পাওয়া যায়নি। এদিন হলদি অনুষ্ঠানে ফুলের গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার থেকে অভিনেত্রীর প্রাক-বিবাহের আচার শুরু হয়েছিল, মেহেন্দি অনুষ্ঠান, পরের দিন সুফি নাইট অনুষ্ঠিত হয় নায়িকার। শনিবার, অভিনেত্রী পরিবার এবং বন্ধুদের সঙ্গে তাঁর সঙ্গীত উদযাপন করেছিলেন। যেখানে অভিনেত্রীকে সোহেলের সঙ্গে নাচতেও দেখা যায়। তাঁদের এই অনুষ্ঠানস্থলটি ফুল এবং মোমবাতি দিয়ে সজ্জিত করা হয়েছিল।
অভিনেত্রী হানসিকা মোতওয়ানি, যিনি সবচেয়ে বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। মুলত শিশু অভিনেত্রী হিসাবে তাঁর অভিনয় জীবন শুরু করেন হনসিকা। হৃতিক রোশনের সঙ্গে কোই মিল গ্যায়া ছবিতে অভিনয় করেছিলেন। অভিনেত্রীর সঙ্গীত অনুষ্ঠানে দেখা গিয়েছে, হানসিকা এবং তাঁর প্রেমিক হৃতিক এবং ক্যাটরিনার হিট গান, ব্যাং ব্যাং-এর তু মেরিতে নেচেছেন। মুম্বাইয়ে মাতা কি চৌকি অনুষ্ঠানের মাধ্যমে হানসিকার বিয়ের উৎসব শুরু হয়েছিল। পরে, অভিনেত্রী তাঁর বন্ধুদের সঙ্গে জমকালো ব্যাচেলরেট ট্রিপে যান। এর পরে, তিনি বিয়ের জন্যে পরিবারের সঙ্গে জয়পুরে চলে যান।