27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:54 am
নিজস্ব প্রতিনিধি, দোহা: প্রতীক্ষার অবসান। আজ রবিবার রাতে লুসাইল স্টেডিয়ামে বিশ্ব সেরা হওয়ার খেতাব লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স ও আর্জেন্টিনা। আর দুই দলের লড়াই নিয়ে আড়াআড়ি বিভক্ত ফুটবল বোদ্ধা থেকে দর্শকরা। কেউ চাইছেন লারা ব্লুরা জিতুন কাপ। আবার অনেকে মনেপ্রাণে চাইছেন ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। দ্বিতীয় দলে রয়েছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিকও (German Coach Hansi Flick)। তিনি চান, আজ রাতে ফুটবলের রাজপুত্র মেসির হাতে উঠুক বিশ্বকাপ।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানকে। এ নিয়ে পর পর দুবার প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে ব্যর্থ হল বিশ্বেরঅন্যতম সেরা ফুটবল দল। চলতি বিশ্বকাপে দলের ব্যর্ততার দায় নিয়ে একাধিক দেশের কোচ পদত্যাগ করলেও ওই পথে হাঁটেননি নির্লজ্জ জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। পদ আঁকড়ে রয়েছেন। দেশকে বিশ্বকাপ এনে দিতে না পারলে কী হবে, ফাইনাল নিয়ে নিজের মতামত জাহির করতে ভুল করেননি।
বিশ্বকাপ ফাইনালে কাকে চ্যাম্পিয়ান দেখতে চান জানতে চাওয়া হলে জার্মান কোচ বলেন, ‘ফাইনালে যোগ্য দুই দলই উঠেছে। দুই দলেরই ট্রফি জেতার মতো যথেষ্ট রসদ রয়েছে। তবে আমি চাই লিওনেল মেসির হাতেই বিশ্বকাপ উঠুক। আমি কেন, যারা ফুটবল রোমান্টিক তারা সবাই চান আর্জেন্টিনা অধিনায়কের হাতে শোভা পাক বিশ্বকাপ ট্রফি। কারণ মেসি গত ১০ বছরে অসাধারণ খেলোয়াড়। এই বয়সেও যে জাদু দেখিয়ে চলেছে তা অবিশ্বাস্য। বিশ্বকাপ শিরোপা পাওয়ার যোগ্য।’