এই মুহূর্তে




সতর্ক থাকুন, কর্মক্ষেত্রের যোগাযোগে ভাটা পড়তে পারে আজ




নিজস্ব প্রতিনিধি: বুধবার দিনটি শ্রীগণেশকে নিবেদিত। এইদিন বিঘ্নহর্তা ভক্তের প্রতি আশীর্বাদ বর্ষণ করেন। সিদ্ধিদাতার আশীর্বাদে কেমন জাবে আপনার দিনটি, জেনে নিন বিশদে।

মেষ

কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে। অযাচিত অর্থলাভ। কোনও বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে ধর্মালোচনা। কারও সহায়তা লাভ। কথার দোষে অশান্তির সৃষ্টি।

বৃষ

অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা। কোনও বয়স্কের সাথে মনোমালিন্য।

মিথুন

কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। স্বাস্থ্য মোটামুটি চলনসই। পূর্বের কোনও সমস্যার সমাধান।

কর্কট

অযাচিত যোগাযোগে অর্থলাভ। সম্মান বৃদ্ধি। কোথাও নিমন্ত্রণ কিংবা কথা রক্ষা। কোনও দেবালয় ভ্রমণ। বিশিষ্ট কোনও ব্যক্তির সান্নিধ্যে আসবেন।

সিংহ

কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে। শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। ব্যয়চাপ বাড়বে।

কন্যা

অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। কোনও ব্যাপারে অভিযোগ করতে হতে পারে।

তুলা

পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে। বয়স্কের সাথে কোনও পরামর্শ কিংবা ধর্মালোচনায় কিছুক্ষণ সময় কাটবে। বন্ধু সান্নিধ্য আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে।

বৃশ্চিক

গুরুজন কর্তৃক তিরস্কৃত হবেন। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক দুশ্চিন্তা মুক্ত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ ও বয়স্ক গুণী ব্যক্তির সাহচর্য পাবেন।

ধনু

কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা হতাশার সৃষ্টি করবে। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। মন্দির ভ্রমণ হবে।

মকর

আর্থিক টানাটানির অবসান ঘটবে। অপ্রত্যাশিত যোগাযোগে অর্থলাভ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। পিতৃস্থানীয়ের সাথে ধর্মীয় আলোচনা। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

কুম্ভ

সামান্য আর্থিক উন্নতি হলেও লক্ষণীয় কোনও পরিবর্তন হবে না। নতুন দ্রব্য লাভ। অপরকে স্পষ্ট কথা বলার জন্য নিজের মানসিক শান্তি নষ্ট হবে। কেউ মিথ্যা দোষারোপ করতে পারে।

মীন

কর্মক্ষেত্র সম্পর্কে কোন দুর্ভাবনা দেখা দিতে পারে। নতুন দ্রব্য কেনাকাটা। কোনও শুভ কর্মানুষ্ঠানে যেতে হবে। বন্ধুর সান্নিধ্য প্রীতি বৃদ্ধি করবে। কোনও কারণে মনের উপর চাপ বৃদ্ধি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুলাইয়ে শুক্রের ৩ বার রাশি পরিবর্তন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এই রাশির জাতকদের

কর্কটে প্রবেশ করছে বুধ, ছারখার হয়ে যাবে ৪ রাশির জাতকদের জীবন…

আজ এই রাশির ব্যবসায়ী জাতকরা সাবধানে রাস্তায় গাড়ি চালান, দুর্ঘটনা ঘটতে পারে…

কথাবার্তা ও আচরণে সংযত হোন, ধেয়ে আসছে বিপদ….

ভরণী নক্ষত্রে পৌঁছে গিয়েছেন সূর্যদেব, এই রাশির জাতকদের কপাল খুলল এবার

বিবাহিত জীবন বিপদে পড়বে, সতর্ক থাকুন…

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ